ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

উট মরলেও ২ লাখ টাকা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪
উট মরলেও ২ লাখ টাকা! ছবি: সংগৃহীত

ঢাকা: এতদিন প্রবাদে ছিল, মরা হাতির দাম লাখ টাকা। এত বছর পরে হয়তো প্রবাদটি পাল্টানোর সময় হয়েছে।

হাতির পাশাপাশি লেখা যেতে পারে, উট মরলেও লাখ টাকা!

মাথার উপর দিয়ে যাচ্ছে তো! বেশ বুঝিয়ে বলছি, সম্প্রতি আবুধাবিতে বেপরোয়া গাড়ি চালনোর কারণে একটি উট মারা যায়। উটের মালিক সঙ্গে সঙ্গে মামলা ঠুকে দেন।

স্থানীয় ধাফরা আদালত উট মারার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ১০ হাজার দিনার জরিমানা করেন। বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
এখানেই শেষ নয়, বেপোরায়া গাড়ি চালানোর জন্য আদালত তাকে আরও সাড়ে তিন হাজার দিনার জরিমানা করেন।

যদিও এই অভিযুক্ত ব্যক্তির দাবি, তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। কিন্তু কে শোনে কার কথা! ততক্ষণে আদালতের জরিমানা করা সারা।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।