ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সাবধান! বাড়িতে চেষ্টা করবেন না! (ভিডিও)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
সাবধান! বাড়িতে চেষ্টা করবেন না! (ভিডিও)

ঢাকা: শিরোনামটির সঙ্গে তরুণ প্রজন্ম বেশ পরিচিত। রেসলিং দেখেনি বা দেখেন না, এমন কিশোর ও তরুণ মেলা ভার! রেসলিং শেষ হতেই এ সতর্কবাণীর ইংরেজি অর্থাৎ ‘ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম’ কথাটি শুনিয়ে থাকেন কর্তৃপক্ষ।



তবে এখানে রেসলিং নিয়ে কথা হচ্ছে না, তবে সতর্কবাণী একই থাকছে। কিসের জন্য এ সতর্কবার্তা সেটাই বরং জেনে নিন।

ভিমরুলের সঙ্গে সবাই কমবেশি পরিচিত। কেউ কামড় খেয়ে, কেউ কামড়ের অসহ্য যন্ত্রণার কথা শুনে। আমাদের বাসা-বাড়িতেই চাক (বাসা) বাঁধে ভিমরুল। পরিবারের সদস্য বিশেষত শিশুদের জন্য বিপজ্জনক এ পতঙ্গ থেকে বাঁচতে, চাক ভেঙে দেওয়াই যুক্তিযুক্ত মনে করেন বড়রা।

কিন্তু ভিমরুল ভয়ঙ্করের চাক ভেঙে দেওয়া মুখে যতটা সহজ, কাজে ঠিক ততটাই কঠিন। তবে রিচার্ড রেইখের এ পদ্ধতিটি চেষ্টা করে দেখতে পারেন।

এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে যেটা মানতেই হবে! আপনার হাতে থাকতে হবে মোটামুটি উচ্চগতি সম্পন্ন গাছে পানি দেওয়ার হোস পাইপ এবং আপনাকে কমপক্ষে ১০ ফুট দূরে দাঁড়াতে হবে। এরপর বাকিটা ভিডিওতে দেখে নিন।

তবে শর্তগুলো যদি না মানতে পারেন, তাহলে ওই কথাই থাকল- ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম!

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।