ঢাকা: বনের রাজা সিংহ, শিকারে বেশ পটু। বনের এ রাজা যখন জলে নামেন তখন কী অবস্থা হবে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল পার্কে জলের রাজা কুমিরের ‘নাস্তায়’ পরিণত হতে গিয়েও প্রাণে রক্ষা পায় বনের রাজা এক সিংহ।
পার্কের একটি লেক পার হওয়ার সময় সিংহের ঘাড় কামড়ে ধরে শিকারের জন্য ওৎ পেতে থাকা কুমিরটি। এমনটি ঘটতে পারে তা না বুঝতে পারলেও শেষ পর্যন্ত বেঁচে যায় সিংহটি।
নাভান ওসেনড্রিভার নামে জোহানেসবার্গের এক বাসিন্দা বলেন, বিষয়টি সত্যিই অবিশ্বাস্য। সিংহটি যখন পার হচ্ছিল আমার তখনই মনে হচ্ছিল কিছু একটা হতে যাচ্ছে।
বাংলাদেশ সময়:১১০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪