ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬০

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬০

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।

ভর বরষায় সিরাজগঞ্জের নদী লাগোয়া একটি বিলের সৌন্দর্য। জসিম রানা ছবিটি পাঠিয়েছেন ঢাকা থেকে।

কর্নফুলী নদীতে মাছধরার ছবিটি ক্যামেরাবন্দি করেছেন চান্দগাঁওয়ের শাহ আলম মিন্টু।

শাপলা। বাংলাদেশের জাতীয় ফুল। খাল-বিলে আগের মতো দেখা যায় না এ ফুলটি। মোর্শেদুর রহমান সুমন ছবিটি তুলেছেন মিরপুর চিড়িয়াখানা থেকে।

ভোলা থেকে মেহেন্দিগঞ্জে যেতে এ ভাঙা ব্রিজই ভরসা এলাকাবাসীর। ছবিটি মো. মশিউর রহমানের তোলা।

স্বচ্ছ নীল জলরাশি আর দুপাশে পাহাড় ঘেরা রাঙামাটির কাপ্তাই লেক। ছবিটি ক্যামেরাবন্দি করেছেন ঢাকার আরিফুল ইসলাম আরিক।

সংগ্রাম....!! চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন সুমন চৌধুরী বিকু।

শরৎকালে কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্য নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করানো যায় না। প্রকৃতি যেন তার সবটা বিলিয়ে দিচ্ছে সবার মাঝে। ছবিটি কাপ্তাইয়ের জুম রেস্তরাঁ থেকে তুলেছেন দিদারুল হক।

সিলেটে একটি কারখানায় হাসিমুখে কাজ করছেন এক প্রত্যয়ী নারী। ছবিটি তুলেছেন আ হ ম ফয়সল ঢাকা থেকে।

শিশুরা নিজেরাই তৈরি করে নিয়েছে শহীদ মিনার। এ দৃশ্য প্রমাণ করে বৃথা যায় নি বরকত, সালাম, জব্বার, রফিকসহ সব ভাষা সৈনিকের আত্মত্যাগ। হৃদয় চিরে বেরিয়ে এলো ‘সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চায়.................। ’
ঝিনাইদহ থেকে ছবিটি পাঠিয়েছেন মো. আবু হাসান।

ধারণা করা হয়, মন্সীগঞ্জের এ বাড়িটির বয়স প্রায় ৩০০ বছর। ৬ষ্ঠ শ্রেণি ছাত্র নূর ই তাহসিন নিলয়ের তোলা ছবি।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।