ঢাকা: গাড়িতে তো হরহামেশাই চড়েন! অফিসে যেতে, বাড়ি ফিরতে, ঘুরতে, ফিরতে! এই সাধারণ ব্যাপারের বিপরীতে যদি অসাধারণ অর্থাৎ দারুণ কিছু করার সুযোগ আসে, ছেড়ে দেবেন? এই যেমন- এমন এক গাড়ি নিয়ে বেরোলেন আপনার নিজেরই মনে হবে যেন স্বপ্নপুরে উড়ছেন, আর পথিক-কথকদের চক্ষুতো চড়ক গাছ হবেই!
এমনই সুযোগ নিয়ে এসেছে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। নতুন ও বাহারি ডিজাইনের সব গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস কনভেনশন সেন্টারে তারা শুরু করেছে জমকালো ‘মোটর শো’।
বাংলানিউজের কোনো পাঠক যদি স্বপ্নপুরে ওড়ার সুযোগ লুফে নিতে ইচ্ছুক হোন- তাহলে তিনি চোখ বুলিয়ে নিতে পারেন নিম্নের সাতটি গাড়ির ওপর।
একশ বছর পূর্তি উপলক্ষে চলতি বছর জেনেভা মোটর শোতে গাড়িটি উন্মুক্ত করে মাসিরাতি আলফাইরি। প্রদর্শিত হচ্ছে লস অ্যাঞ্জেলস মোটর শোতে। ৪৬০ হর্স পাওয়ার কনেসেপ্টের গাড়িটি শিগগিরই উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।
শোতে স্থান পাওয়া চোখ ধাঁধানো আরেকটি হলো-নিশান ব্লেড গ্লিডার। স্পোর্টস কার রেসের গাড়িটি পুরোপুরি ইলেকট্রিক কনসেপ্টের ওপর তৈরি।
গত মাসে প্যারিস মোটর শোতে প্রদর্শিত হওয়া ‘ইনফিনিট কিউ৪০ ইন্সপায়রেশন’ গাড়িটি তোলা হয়েছে লস অ্যাঞ্জেলস মোটর শোতেও। ১৬.৫ ফিট লম্বা হাইব্রিড গাড়িটি চার সেকেন্ডের কম সময়ে ১৫৫ কিলোমিটার গতিতে চলতে সক্ষম বলে দাবি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনফিনিটির।
দর্শনার্থীদের আকৃষ্ট করেছে অডির এ গাড়ি। নতুন প্রধান ডিজাইনার মার্ক লিসেচ এখন থেকে অডির ডিজাইনে এমন বিষয় প্রাধান্য দেবেন বলে জানিয়েছে অডি।
এএস৫এম নামে ‘স্পোর্টস একটিভিট ভেহিক্যাল’ গাড়িটি তোলা হয়েছে প্রদর্শনীতে। এটি ছাড়াও আল্ট্রা হাই পারফরম্যান্সের আরো একটি গাড়ি তুলেছে বিএমডব্লিউ।
দ্রুতগতি ও শক্তিশালী আর৮ ভার্সনে সক্ষমতা প্রমাণের পর এবার আর৯ ভার্সনের গাড়ি প্রদর্শন করলো অডি।
পোরশে সাইনি জিটিএস। ঘণ্টায় সর্বোচ্চ ২৬২ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এটি। মাত্র ৫.২ সেকেন্ডে এর গতি শূন্য থেকে একশ কিলোমিটার তোলা যাবে।
তো? সুযোগ তো এলো। লুফে নেবেন কবে? সুযোগ কিন্তু সীমিত। ২১ নভেম্বর শুরু হওয়া দশ দিনব্যাপী এ ‘মোটর শো’ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
বাংলাদেশ সময়: ০২৩৯ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪