ঢাকা: পৃথিবীর একভাগ স্থল আর তিনভাগ জল। যেখানে আমাজনের গভীর বনে এখন অব্দি সূর্যের আলো পৌঁছায়নি, সেখানে সাগর-মহাসাগরের কথাতো ভাবাই উচিত না!
ঠিক তাই, চির রহস্যময় জলের গভীর জগত আমাদের অজানাই থেকে গেছে।
সমুদ্রের একেবারে গভীর স্তরের প্রাণীরা দেখতে কেমন, তারা কি খায়, কিভাবে তাদের বংশবৃদ্ধি হয় বা কেমন তাদের আচরণ জানতে দিনরাত এক করে ফেলছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের ভাষ্য, সমুদ্রের গভীর অঞ্চলটি ভীষণ অন্ধকার। সেখানকার তেমন কোনো তথ্যও তাদের কাছে নেই। তবুও থেমে নেই তাদের চেষ্টা।
এ অঞ্চলের একটি মাছ অ্যাঙ্গলার ফিশ। সম্প্রতি সাবমেরিন নিয়ন্ত্রিত উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরার মাধ্যমে ধারণ করা ভিডিওতে দেখা গেছে তাকে। এখন পর্যন্ত তার সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।
ভিডিওটি ধারণের পুরো কার্যক্রমটি পরিচালনা করেছে মনেটারি বে অ্যাকুরিয়াম রিসার্চ ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী। তারাই প্রথমবারের মতো সমুদ্রের এত গভীর অঞ্ঝলের দৃশ্য ধারণ করার সৌভাগ্য অর্জন করল।
** ভিডিও দেখতে ক্লিক করুন **
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪