ঢাকা: ইংল্যান্ডের সেইন্ট অ্যামব্রোস বারলো হাই স্কুলের ছাত্র লুইস কেনি (১৩)। বেচারা শখ করে নতুন হেয়ারকাট দিয়ে গিয়েছিল ক্লাসে।
পরে দেখা গেল, কেনি আর্জেন্টাইন ফুটবলার সার্জিও অ্যাগুয়েরোর মতোই চুল কাটিয়ে গিয়েছিল। রিয়াল মাদ্রিদের উইংগার গ্যারেথ বেলও এরকম চুল কাটেন।
তবে কেনির বাবা-মা লিয়াম (৪৯) ও অ্যাঙ্গেলা (৫০) শিক্ষকসহ স্কুলের এ আচরণে ভীষণ ক্ষেপেছেন। সামান্য কারণে কেনিকে ক্লাস থেকে বের করে দেওয়া মোটেও উচিত হয়নি বলেই তারা মনে করেন।
তারা বলছেন, এটাই ওদের বয়স। এ সময় এরকম আধুনিক হেয়ারকাট দেবে না তো কবে দেবে! আর মোটেও সেটি উগ্র ছিল না।
গত মাসে কেনির প্রিয় বন্ধু জ্যাক লিটলউডকেও (১৩) একই শাস্তি দিয়েছিল স্কুল।
স্কুলের দাবি, জ্যাকের হেয়ারকাট স্কুলের আইন লঙ্ঘন করেছিল। একই আইনে কেনিকেও শাস্তি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪