ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

এই পথ যেন না শেষ হয়!-২

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
এই পথ যেন না শেষ হয়!-২

ঢাকা: না, আজ গান নয়, পথের কথাই বলবো। পথ চিনে যদি পথে নামতে পারেন, তবেই এ পথের দেখা পাবেন।

সে পথ সুন্দরের, সে পথ মুগ্ধতার। সে পথে হাঁটলে শুধু চাইবেন, এ পথ যেন কোনোদিন শেষ না হয়!

কোনো পথ পাহাড়ের শরীর বেয়ে সর্পিল সাপের মতো আঁকাবাঁকা। কোনোটি মিশেছে বরফ, নদী বা সবুজের শ্যামলিমায়। কখনো ছুঁয়ে যাবে মেঘ, কখনো ফুরফুরে উষ্ণ হাওয়া।

বলতে পারেন, কোথায় সেসব পথ? উত্তর, পৃথিবীতেই। আবারও বলতে পারেন, পৃথিবীর কোথায়? এবার উত্তর হবে, সেটা জানাতেই তো এ আয়োজন!

দ্বিতীয় পর্বের আয়োজনে থাকছে সেইসব অনিন্দ্যসুন্দর ১০টি পথের খোঁজ। আপাতত ছবিতে দেখে নিন। কোনো দিন সময়-সুযোগ করে বেরিয়ে পড়বেন!


সেনিক রোড থ্র লফোটেন, নরওয়ে

এ রোড ইন ইন্ডিয়ান হিমালয়, লাদাখ, ভারত

বেইই হাইওয়ে, তাইওয়ান

রোড ১৬৩, টুয়ার্ডস দ্য মন্যুমেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, উতাহ, আমেরিকা

রুট ১, আইসল্যান্ড

কেলক সেমবিলান, ওয়েস্ট সুমাত্রা, ইন্দোনেশিয়া

রোড টু ওমালো, তুশেতি, ককেশাস মাউন্টেন, জর্জিয়া

নাইথন বিচ রোড, ফুকেট, থাইল্যান্ড

কাপ ফরমেন্তর, মালোর্সা, স্পেন

অ্যানট্রিম কোস্ট রোড, নর্দান আয়ারল্যাণ্ড

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।