ঢাকা: এই সেলফির যুগে কেউ ছবি তুলতে পছন্দ করে না, এরকম কাউকে মেলা ভার! মানব সম্প্রদায়ে হয়ত এটা হতে পারে, কিন্তু গরিলাদের মধ্যেও যে এটা ঘটবে, এমন দিব্যি কেউ দেয়নি।
ঘটনাটি এমন, সম্প্রতি আইরিশ স্টিফান নোলান ও তার বন্ধুরা বার্লিনের একটি চিড়িয়াখানা ঘুরতে যান।
তারাও বেশ আনন্দ নিয়ে গরিলার ভিডিও ধারণ করা শুরু করেন। সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ কাছে এসে গরিলাটি তাদের উদ্দেশ্যে পাথর ছুঁড়ে দেয়।
ব্যাপারটা যেন এমন, তোমরা কেন আমার ভিডিও ধারণ করছ, আমি এটা মোটেও পছন্দ করছি না!
** ভিডিও
বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪