ঢাকা: রোজকার মতোই গাড়ি নিয়ে বেরিয়েছেন। আপনার মতো আরও অনেকেই বেরিয়েছেন যে যার কাজ নিয়ে।
জানলা দিয়ে মাথা উঁচিয়ে দেখতেই দর্শন পেলেন পশুরাজ সিংহের। ঢালু ব্রিজ দিয়ে বেশ হেলেদুলেই আসছেন সিংহ মামা। কেমন ঠেকবে তখন? পড়ি কী মরি করে যে দৌড় লাগাবেন, তারও তো উপায় নেই। ততক্ষণে ব্রিজজুড়ে ট্র্যাফিক জ্যাম লেগে সারা।
জানি, এমনটা ভাবতেও চাইবেন না। কারণ জীবনে আর যাই হোক, সিংহের সামনে পড়তে চান না! যাই হোক, আপনি পড়তে না চাইলেও কেউ না কেউ তো পড়েছেন।
ঘটনা দক্ষিণ আফ্রিকায়। সেখানে ন্যাশনাল ক্রুগার পার্কের সামনে একটি ব্রিজে হঠাৎ কী মনে করে সান্ধ্যভ্রমণে বের হন সিংহ মশাই। সিংহটির বাস ওই ক্রুগার পার্কেই।
মেরেকেটে সিংহটি আধ ঘণ্টা মতোই ব্রিজে ছিল। এসময় গাড়িগুলো জায়গা থেকে না নড়লেও, অতি সাহসী কেউ কেউ ভিডিও করতে শুরু করেন। ধারণ করা ভিডিও পরে কেউ একজন ইউটিউবে আপলোডও করে দেন। বরং আপনি নিজেই দেখে নিন সিংহ মামার পাঁয়চারি।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪