ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

কুয়াশামোড়া ভোরের ব্যস্ততা

ছবি: আতিকুর রহমান জনি, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
কুয়াশামোড়া ভোরের ব্যস্ততা ছবি: জনি/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কাগজে-কলমে প্রকৃতি জুড়ে এখনও হেমন্ত রাজ। আনুষ্ঠানিকভাবে শীত আসতে আরও দিন কয়েক লেগে যাবে।

কিন্তু তাতে কী! এর মধ্যেই শোনা যাচ্ছে মাঘের কড়া নাড়া।

শীতের প্রতিনিধি হিসেবে সকাল-সন্ধ্যা নিয়ম করে দেখা দিচ্ছে কুয়াশা। আর বলাই বাহুল্য, শীত মানেই কুয়াশা। তবে নগরগুলোতে এখনও স্বরূপে আবির্ভূত না হলেও, দেশের গ্রামগুলোতে শীত বেশ জাঁকিয়ে বসেছে।   

ভোর থেকে দিনের অনেকটা সময় পর্যন্ত গ্রামগুলো কুয়াশাচ্ছন্ন থাকে। কনকনে শীতের ভোর থেকেই কর্মব্যস্ত হয়ে ওঠে গ্রামের মানুষ।

ভোরের আলো ফুটতে না ফুটতেই ঠেলা জাল আর নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়েন তারা।

ভোরবেলা চায়ের দোকানগুলোতেও দেখা যায় ভিড়। ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিতে দিতে আড্ডা বেলা গড়ায়।

গ্রামে রোদ ওঠার সঙ্গে সঙ্গে বেড়ে যায় জনজীবনের কর্মব্যস্ততা। কেউ হাটে, কেউ বা মাঠে-ঘাটে। যে যার কাজ নিয়ে বেরিয়ে পড়েন।  

আইন্তা গ্রাম ঘুরে নজরকাড়া ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন আলোকচিত্রী আতিকুর রহমান জনি। ভৌগলিক অবস্থানে গ্রামটি কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণের কোন্ডা ইউনিয়নে।


বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।