ঢাকা: কাগজে-কলমে প্রকৃতি জুড়ে এখনও হেমন্ত রাজ। আনুষ্ঠানিকভাবে শীত আসতে আরও দিন কয়েক লেগে যাবে।
শীতের প্রতিনিধি হিসেবে সকাল-সন্ধ্যা নিয়ম করে দেখা দিচ্ছে কুয়াশা। আর বলাই বাহুল্য, শীত মানেই কুয়াশা। তবে নগরগুলোতে এখনও স্বরূপে আবির্ভূত না হলেও, দেশের গ্রামগুলোতে শীত বেশ জাঁকিয়ে বসেছে।
ভোর থেকে দিনের অনেকটা সময় পর্যন্ত গ্রামগুলো কুয়াশাচ্ছন্ন থাকে। কনকনে শীতের ভোর থেকেই কর্মব্যস্ত হয়ে ওঠে গ্রামের মানুষ।
ভোরের আলো ফুটতে না ফুটতেই ঠেলা জাল আর নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়েন তারা।
ভোরবেলা চায়ের দোকানগুলোতেও দেখা যায় ভিড়। ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিতে দিতে আড্ডা বেলা গড়ায়।
গ্রামে রোদ ওঠার সঙ্গে সঙ্গে বেড়ে যায় জনজীবনের কর্মব্যস্ততা। কেউ হাটে, কেউ বা মাঠে-ঘাটে। যে যার কাজ নিয়ে বেরিয়ে পড়েন।
আইন্তা গ্রাম ঘুরে নজরকাড়া ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন আলোকচিত্রী আতিকুর রহমান জনি। ভৌগলিক অবস্থানে গ্রামটি কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণের কোন্ডা ইউনিয়নে।
বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪