ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

অদ্ভুত সিংহনৃত্য!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
অদ্ভুত সিংহনৃত্য!

ঢাকা: বলা হয় একজন ভালো ফটোগ্রাফার একটি ভালো ছবি পেয়ে যাওয়ার ভাগ্য বহন করেই চলেন। কথাটি খুব খেটে গেছে ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলসের ফটোগ্রাফার ড্যানি সুলিভানের ক্ষেত্রে।



কেনিয়ার স্যামবুরু ন্যাশনাল পার্কে তার ক্যামেরা সঠিক সময়ে ক্লিক করেছে, আর ভালো ছবিও তিনি পেয়ে গেছেন। তার ক্যামেরায় ধরা পড়েছে অদ্ভুত সিংহনৃত্য।

এ যেনো বলরুমের ব্যালে নাচ। দুই সিংহ সেই নাচের খেলাই দেখালো সুলিভানকে।

পেছনের দুই পায়ের পাতায় দাঁড়িয়ে সামনের পা দুটিকে হাত বানিয়ে ধরাধরি করে তারা নাচলো মনের সুখে। আর ক্লিকে ক্লিকে তা ক্যামেরাবন্দি করেন সুলিভান।


প্রথমটা শুরু হয়েছিলো খেলা দিয়ে। একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে, জড়িয়ে ধরে। কিন্তু ধীরে ধীরে একি কাণ্ড! পুরো দুই পায়ের পাতায় ভর করে হাতে ধরাধরি করে রীতিমতো ব্যালে নৃত্য!


সিংহের এই কাণ্ডে সুলিভান এতই মুগ্ধ যে, তার মতে সিংহদের আর বনে কিংবা খাঁচায় বন্দি রাখার দরকার নেই। ওরা খুব সুন্দর প্রাণী। ওদের লোকালয়ে উন্মুক্ত ঘুরে বেড়াতে দেওয়া উচিত।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।