ঢাকা: বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য মাথার উপরে বানরের কলাপাতা, সৈকতে একদল পেঙ্গুইনের বিচরণ, মরুভূমির বুকে উড়ন্ত বেলুন-এমন সব অসাধারণ ছবি অংশ নিয়েছে সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি ২০১৫’র প্রতিযোগিতায়।
সবার জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য ছবি পাঠাচ্ছেন সবাই।
ছবিগুলোতে প্রাণী, জীববৈচিত্র্য, জীবন, প্রাকৃতিক সৌন্দর্য, ধর্ম সবই স্থান পেয়েছে।
বৃষ্টি থেকে নিজেকে রক্ষায় মাথার ওপরে কলাপাতা ধরেছে বানরটি। ইন্দোনেশিয়ার বালি থেকে ছবিটি তুলেছেন অ্যান্ড্রু সুরিওনো নামে এক ফটোগ্রাফার।
ভয়কে জয় করে বিড়ালের মুখভঙ্গির সঙ্গে মিলিয়ে নিজের মুখভঙ্গি করেছে শিশুটি। আরিফ সিসওয়ান্দোনো নামে ইন্দোনেশিয়ান এক ফটোগ্রাফার ছবিটি ক্যামেরাবন্দি করেছেন।
জর্জিয়ার দক্ষিণে আটলান্টার পাড় থেকে পেঙ্গুইনের এ ‘সমাবেশের’ ছবিটি তুলেছেন লিসা ভাজ। প্রকাশিত ছবিগুলোর মধ্যে এটিও একটি।
কলকাতার হুগলি নদীতে গোসলের ছবিটি তুলেছেন নিক নামে এক চিত্রগ্রাহক।
জার্মানির ইফেল জাতীয় পার্ক থেকে সাদা রঙের হরিণটির সকালের ছবি তুলেছেন জর্জ মে শ’ নামের এক ফটোগ্রাফার।
ভোরের সূর্যের আলো ভেদ করে আম বাগানের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। বাংলাদেশের দিনাজপুর থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন জুবায়ের বিন ইকবাল।
হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হোলি খেলার ছবিটি তুলেছেন লওলিয়া সিবাস্তভ।
মাছ শিকার করে আস্তানায় ঢুকছেন মা। পেছন পেছন অনুসরণ করছে ভল্লুকের বাচ্চা। কানাডার ব্রিটিশ কলিম্বিয়া থেকে ছবিটি ক্যামেরাবন্দি করেছেন কাইল ব্রেকেনরিজ।
আলাস্কার ডেনিয়েল পার্কের অসাধারণ এ ছবিটি তুলেছেন মিকুয়েল আরাটাস ইলানা।
দুবাইয়ের মরুভূমিতে লাল বালির বুকে উড়ন্ত বেলুনের ছবি তুলে পাঠিয়েছেন গ্যারেথ লনদেস নামের এক ফটোগ্রাফার।
বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪