ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সাপের খেলা দেখবেন, সাপের খেলা!

নাজমুল হাসান, চিফ অব ফটো করেসপন্ডেন্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
সাপের খেলা দেখবেন, সাপের খেলা! ছবি : নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমান ভিডিও গেমস প্রজন্মের কথা আলাদা। এছাড়া বাকিরা শিরোনাম শুনলেই চলে যাবেন অতীতে।

স্মৃতিমধুরতার দিক দিয়ে ‘অ-তে অজগর ওই ‍আসছে তেড়ে’র তুলনায় কোনো অংশেই কম নয় লাইনটি।

‘সাপের খেলা দেখবেন, সাপের খেলা!’ কাঁধে ঝোলা, হাতে সাপ। গ্রাম-গঞ্জের ‍অলিগলি দিয়ে সাপুড়ের দরাজ হাঁক। কখনও কাঠের চৌকোনা বাক্স থেকে নানা রঙের সাপ ছড়িয়ে চমৎকার সব খেলা। আহা, কী রঙিন সেই সব দিনগুলি!

লোক ঐতিহ্যের অন্যতম এ খেলাটির এখন দেখা মেলাই ভার। নগরায়ন আর ন্যাশনাল জিওগ্রাফির যুগে সাপুড়ে আর সাপের খেলা ধীরে ধীরে ঠাঁই করে নিচ্ছে ইতিহাসের পাতায়।

তারপরও মাটি ফুঁড়ে উদয় হবার মতো এখানে-ওখানে সাপের খেলা দেখা যায়। তেমনি রোজকার রাজধানী ঢাকায় সম্প্রতি দেখা গেল সাপের খেলা।

‘নেই কোনো উৎপাত, খায় শুধু দুধভাত’।   শীতনিদ্রা ভেঙ্গেছে, এবার খেলা দেখানোর পালা।

‘করে নাকো ফোঁসফাঁস, মারে নাকো ঢুসঢাস’। সুকুমার রায়ের বিখ্যাত ছড়ার মতোই বড় শান্তশিষ্ট সাপটি।

কোথায় আছিস বেরিয়ে আয়। আজ তোর একদিন কী আমার একদিন!

কেহ কারে নাহি ছাড়ে, সমানে সমান। বাংলা বাগধারার বিখ্যাত সাপে-নেউলে যুদ্ধ!

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।