ঢাকা: কথায় আছে, ‘এ পিকচার ইজ ওয়ার্থ এ থাউজেন্ড ওয়ার্ডস’, অর্থাৎ একটি ছবি হাজারো শব্দের সমান।
বছর শেষের দোরগোড়ায় ২০১৪।
সিরিয়া ও যুক্তরাষ্ট্রের অস্থিতিশীলতা, ইউক্রেনে বিক্ষোভ, গাজায় ইসরায়েলি হামলাসহ প্রাণঘাতী ইবোলার মতো নানা ঘটনার সাক্ষী ২০১৪। নতুন বছর শুরুর আগে সেগুলোয় এক ঝলক চোখ বোলানো যাক।
লেখা শুরু হয়েছিলো যে লাইনটি দিয়ে, সেটাই আবার মনে করিয়ে দিই। তারমানে বেশি কথার মোটেও দরকার নেই, শুধু ছবিই যথেষ্ট। দ্বিতীয় পর্বের ছবিগুলো দেখে নিই।
১৪ এপ্রিল নাইজেরিয়ার আবুজায় বোমা বিস্ফোরণে ৭১ জন নিহত হন। ছবিতে নিহতদের স্বজনদের আহাজারি।
এপ্রিলে প্রথমবারের মতো আফগানিস্তানে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ছবিতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রাস্তা এড়িয়ে গোপন পথে গাধার পিঠে করে বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট বক্স পৌঁছে দেওয়া হচ্ছে।
বিশ্বকাপে উরুগুয়ে স্ট্রাইকার লুইজ সুয়ারেজের সেই ‘বিখ্যাত’ কামড়ের পর। গ্রুপ পর্বে বিপক্ষ ইতালির জর্জিও চেল্লিনির ঘাড়ে কামড়ে দিয়ে বিশ্বকাপ থেকেই নিষিদ্ধ হন।
বছরের সবচেয়ে আলোচিত ঘটনা! জুলাই মাসে গাজায় ইসরায়েলি হামলায় দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন।
একদিকে গাজা পুড়ছে, অন্যদিকে ইসরায়েলি সাধারণ জনতার আমোদ। ইসরায়েলি সীমান্ত থেকে গাজায় রকেট হামলা উপভোগ করছেন তারা।
জুলাই মাসে রাশিয়ান সীমান্তের কাছে ইউক্রেনে ভূপাতিত মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ১৭ বিমান। এ দুর্ঘটনায় ২৮৩ জন যাত্রীসহ ১৫ বিমান ক্রু নিহত হন।
ইরাক জুড়ে ইসলামিক স্টেট (আইএসআইএস) ছড়িয়ে পড়ায় সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায় সিরিয়া সীমান্ত ধরে কুর্দিশ অঞ্চলে ধাবিত হচ্ছেন। আইএস ইয়াজিদিদের ধর্মচ্যুত বলে ঘোষণা দেয়।
গাজায় ইসরায়েলি বিমান হামলায় ধসে পড়া ভবনে চাপা পড়া ১০ বছরের শিশু মাহমুদ আল-ঘোল।
যুক্তরাষ্ট্রের ফার্গুসন শহরে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর নিহতের ঘটনায় পুলিশের বন্দুকের মুখে এক বিক্ষোভকারী।
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ কিশোর নিহতের ঘটনায় প্রতিবাদকারী পাঁচ বছরের গ্যাব্রিয়েল ওয়াকার।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
** গেল বছরের সাড়া জাগানো ছবিগুলো-১