ঢাকা: আঁকাবাঁকা সাপের মতো প্যাঁচানো পথে দুরন্ত গতিতে রোলারকোস্টারে নিশ্চয়ই চড়েছেন। তখন ভয়ের বদলে হুল্লোড়ই বেশি হয়েছে বলা যায়।
ভাবুন তো, পথ একই আছে কিন্তু আপনাকে শক্ত করে আটকে রাখা রোলারকোস্টারের বদলে মোটরবাইক। কি চড়তে পরবেন? জানি, সাহসে কুলাবে না!
বেশ, তাহলে জুলিয়েন ডুপোঁর কথাই শুনুন। ফরাসি এ দুঃসাহসী মোটরবাইক চালক ঠিক এ কাজটিই করে দেখালেন।
সম্প্রতি মেক্সিকোর বিখ্যাত মন্তানা রুসা বিনোদন পার্কে দেখা যায় তার এ দুঃসাহসিক কাণ্ড-কারখানা।
পথের কোনো কোনো চুঁড়া গিয়ে ঠেকেছে মাটি থেকে ১১০ ফুট উপরে। একটু এদিক-ওদিক হলেই নিশ্চিত মৃত্যু। তাও লক্ষ্য ছিল অবিচল।
শোনা যাক জুলিয়েনের মুখেই, শুরুতে আমি বেশ নার্ভাস ছিলাম। কারণ, এর আগে এ রকম পথে আমি বাইক চালাই নি। উপর থেকে নিচে নামার সময় একটু ভয়ও করছিল।
তবে এখন আমি বেশ আনন্দিত। সফলভাবে এটা শেষ করতে পেরে ভালো লাগছে, যোগ করেন জুলিয়েন।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪