ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

উভলিঙ্গ প্রজাপতি!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
উভলিঙ্গ প্রজাপতি! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্যালিফোর্নিয়ায় বিরল প্রজাতির এক উভলিঙ্গ প্রজাপতির খোঁজ মিলেছে। মজার ব্যাপার হলো, এর অর্ধেক পুরুষ ও অর্ধেক নারী!

সম্প্রতি ফিলাডেলফিয়ার ড্রেকজেল বিশ্ববিদ্যালয়ের প্রজাপতি প্রদর্শনীর সেচ্ছাসেবক চেরিস জনসনের নজরে আসে এটি।



পেনসিলভানিয়াবাসী অবসরপ্রাপ্ত এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার লক্ষ করেন, প্রজাপতিটির ডানপাশের ডানা দু’টি বামপাশের তুলনায় অপেক্ষাকৃত বেশি বড়। হলদে বাদামি রঙের ডানায় সাদা ফুটফুট দাগ, যা নারী প্রজাপতির বৈশিষ্ট্য।

অন্যদিকে, বামপাশের ডানাদু’টি ডানপাশের তুলনায় অপেক্ষাকৃত ছোট ও কালচে ধরনের, সেইসঙ্গে সবুজ ও বেগুনী রঙ মেশানো। এটি পুরুষ প্রজাপতির লক্ষণ।

প্রজাপতি বিশেষজ্ঞদের মত, এ ধরনের মিশ্র প্রজাতির প্রজাপতিকে গাইন্যানড্রমরফি বলে।

বিরল প্রজাতির এ প্রজাপতিটি ড্রেকজেল বিশ্ববিদ্যালয়ের একাডেমি অব ন্যাশনাল সায়েন্সের প্রদর্শনীতে দেখানো হবে বলে সংরক্ষণ করা হয়েছে। প্রদর্শনীটি চলবে আগামী ১৭ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।