ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

৪শ’ ফুট উপরে মানব-মাকড়সার জাল!

শিমনউজ্জামান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
৪শ’ ফুট উপরে মানব-মাকড়সার জাল!

ঢাকা: নাহ্ স্পাইডারম্যান সিরিজের নতুন কোনো সিনেমার শ্যুটিং নয়, ২৮ বছরের দুঃসাহসিক তরুণ এন্ডি লুইস ও তার বন্ধুদের ক্ষ্যাপামিই শ্বাসরুদ্ধকর কিছু মুহূর্তের জন্ম দিয়েছে।

উতাহ্ ডেসার্টের একটি গিরিখাতের ৪শ’ ফুট উপরে মানবমাকড়সা তৈরি করেছেন।

এন্ডি ও তার বন্ধুরা স্থাপন করেন হাতে বোনা মজবুত একটি জাল। জালটি ধরে ছিল চারিদিক থেকে সংযুক্ত টানটান রশি।

এরপর মৃত্যুভয় উপেক্ষা করে এন্ডি ও তার বন্ধুরা রক্ত হিম করা সব কসরত করতে থাকেন।  

এমন অবিশ্বাস্য কিছু মুহূর্ত আটকে গেছে ক্যামেরার চোখে।

মানবমাকড়সা, এন্ডি লুইস এক ইঞ্চি প্রশস্ত রশির ওপরে। রশির ‘পুলসিরাত’ পেরিয়ে জালের দিকে।


জালের ওপর ঝাপতাল, উইংস্যুট পরে নেমে যাচ্ছেন একজন।

এই বুঝি ফসকে গেল পা!


একদম নিচে দেখো না!
 
শুধু পায়ের সঙ্গে চিকন একটা রশি, রশির সাথেই সুরক্ষা।
 

গিরিখাতে মানব-মাকড়সার জাল।


জালের মধ্যে স্কাইডাইভ।

এন্ডি ও তার জাল।


 ৪শ’ ফুট উপরে সুনসান সূর্যাস্ত।

 জাল বানানো চলছে, জালেই বিশ্রাম।

দুঃসাহসীদের ডেকে যায় মনোহারিণী, উতাহ্ ডেসার্ট।

বাংলোদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।