ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

রকমারি সাত রংধনু

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
রকমারি সাত রংধনু

ঢাকা: বৃষ্টির পর রংধনু দেখার জন্য আমরা আকাশের দিকে তাকাই। যদি মেলে সাতরঙা রংধনুর দেখা।



রংধনু নিয়ে রয়েছে কতশত গান। তবে রংধনু কি একই রকম হয়? নাকি তার অনেক রূপ!

অনেকেই হয়তো ভাববেন, এ আবার কেমন প্রশ্ন! ভাবনার কিছু নেই, চলুন রকমারি সাত রংধনু দেখে আসি। তবে জানেন তো, যাহা রংধনু, তাহাই রেইনবো। এদের নামগুলোই এমন কি-না, তাই এভাবেই চেনা ভালো।

প্রাইমারি রেইনবো

এ রংধনুর সঙ্গে আমরা সবাই পরিচিত। ঝুমবৃষ্টির পরপরই এর দেখা মেলে। যখন জলের উপর আলোর বিচ্ছুরণ ঘটে ঠিক তখনই প্রাইমারি রেইনবো দেখা যায়। রংধনুর রঙের তীব্রতা কতটা হবে, তা নির্ভর করে জলবিন্দু আকারে কতটা বড় তার উপর।

সেকেন্ডারি রেইনবো

যদি আকাশে প্রাইমারি রেইনবো দেখে থাকেন, তাহলে অপেক্ষা করুন। কিছুক্ষণের মধ্যেই পাবেন সেকেন্ডারি রেইনবোর দেখা। এ রংধনুর রেখা থাকে দু’টি। এটি প্রাইমারি রেইনবোর পেছনে থাকে। প্রাইমারি রেইনবোর আলো বিচ্ছুরিত হয়ে যখন পেছনে পড়ে, তখন সেটাকে সেকেন্ডারি রেইনবো বলে।
 
আলেকজান্ডার’স ডার্ক ব্যান্ড

এটি প্রাইমারি ও সেকেন্ডারি রেইনবোর সমন্বয়ে গঠিত হয়। আকাশে এ দুই রংধনুর মধ্যবর্তী অংশকে আলেকজান্ডার’স ডার্ক ব্যান্ড বলে। এ অংশটি আকাশের অন্য অংশের তুলনায় বেশি কালো হয়। এসময় প্রাইমারি রেইনবোর আলো আলেক্সান্ডার’স ডার্ক ব্যান্ডের ভেতর ও সেকেন্ডারি রেইনবো বাইরের অংশে আলো ফেলে।

সুপার নিউমারারি রেইনবো

যখন প্রাইমারি ও সেকেন্ডারি রেইনবোর মাঝে অনেকগুলো রংধনুর জন্ম হয়, তখন তাকে সুপার নিউমারারি রেইনবো বলে।

রেড রেইনবো

আমরা তো জানি, রংধনু হয় সাতরঙা। শুধুমাত্র লাল রঙের রংধনু হয় নাকি! সূর্যোদয় বা অস্তের সময় যদি বৃষ্টি হয়, তাহলে রেড রেইনবো দেখা যায়।

ক্লাউড রেইনবো

মেঘের ক্ষুদ্র জলকণা থেকে সৃষ্টি হয় ক্লাউড রেইনবোর। এ রংধনু অন্যান্য বাকিগুলোর চেয়ে অনেক বড় হয়।

লুনার রেইনবো

চাঁদের আলোতে দেখা যায় এ রংধনু। তবে এর দেখা খুব কম পাওয়া যায়। পূর্ণিমা রাতে কখনো কখনো লুনার রেইনবোর দেখা মেলে।

কী মনে হচ্ছে, এবার রংধনু দেখলে ঠিকঠাক চিনবেন তো!

বাংলাদেশ সময়: ০৬১৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।