ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

শতবছর আগের আমেরিকান নারী-১

আতাউর রহমান রাইহান, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
শতবছর আগের আমেরিকান নারী-১

শতবছর আগে প্রথম বিশ্বযুদ্ধ ও পরবর্তীতে সবধরনের কর্মকাণ্ডে আমেরিকান নারীরা অংশ নিয়েছিলেন স্বতঃস্ফূর্তভাবে। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধোপকরণ, অবকাঠামো ও খামারের কাজে অংশ নেয়ার ক্ষেত্রে নারীদের অনেকটা দুর্বলচিত্তের ভাবা হতো।

তবে যুদ্ধ পরবর্তীতে সেই চেহারা অবশ্য পাল্টে যায়।
দেশটির নারীরা এরইমধ্যে সব ধরনের পেশায় জড়িয়ে পড়েন। শতবর্ষ আগে আমেরিকান নারীরা কেমন ছিলেন দেখে নেওয়া যাক ছবিতে। প্রথম পর্বে থাকছে ১০টি ছবি।

ম্যাসাচুসেটসসের ফল রিভার শহরে ১৯১৬ সালে সুতা কারখানায় কাজ করতে দেখা যাচ্ছে এক নারীকে।

১৯১৫ সালে তৈরি পোশাক কারখানায় কর্মরত নারীরা।

১৯১০ সালের দিকে অহিয়ো অঙ্গরাজ্যে গিবসন আর্ট কোম্পানিতে কর্মব্যস্ত মেয়েরা।

অহিয়ো অঙ্গরাজ্যে রেড কোর্সের সদর দপ্তরে শল্যচিকিৎসার পোশাক তৈরি করার যন্ত্র চালাতে দেখা যাচ্ছে দুই নারীকে।

নিউ ইয়র্কের সেন্ট ভিনসেন্ট হাসপাতালের বার্ষিক দাতব্য অনুষ্ঠানের নৃত্য করছেন একদল নারী। ছবিটি ১৯১৫ সালে তোলা।

যুক্তরাষ্ট্রের যুদ্ধোপকরণ কারখানায় কাজ করছেন এক নারী। পুরুষরা যখন জীবন বাজি রেখে যুদ্ধের মাঠে শত্রু মোকাবেলা করছে, তখন স্বেচ্ছাসেবী নারী যুদ্ধে সহায়ত‍া করতে অস্ত্র কারখানায় কাজ করছেন। ছবিটা তোলা হয়েছে ১৯১৪-১৯১৮ সালের দিকে।

১৯১৬ সালের ফল রিভার এলাকায় আমেরিকান লিনেন কোম্পানিতে ঘোড়ার লাগাম ও সজ্জা তৈরিতে ব্যস্ত এক নারী।

১৯১১ সালে নিউ ইয়র্কে তেরো বছরের এক কিশোরী তার চাচির সঙ্গে একটি ফ্লাট বাড়ির বাসায় ফুল বানাচ্ছে।

বিংশ শতাব্দীর শুরুর দিকে দেশটির নারী শ্রমিকরা মেশিন চালিয়ে লেন্স পরিস্কার করছে।

১৯১৯ সালের ২০ মে জাহাজ তৈরিতে ব্যবহৃত যন্ত্র নিয়ে ওয়াশিংটনের এক নৌবাহিনীর ইয়ার্ডে অপেক্ষা করছে নারী শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ০২২৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।