ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ছবি যখন অনুভূতির

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
ছবি যখন অনুভূতির

ঢাকা: ছবিরও রয়েছে নিজস্ব ভাষা। একটি ছবি হাজারও শব্দ পেছনে ফেলে জানান দেয় নিজের পরিচয়, সূক্ষ্ম আবেগ।

একটি ছবি মানুষের  মনে জমা হাজারো প্রশ্নের উত্তর লুকিয়ে রাখে নিজের বুকে।

আবার অনেকে ছবি দেখেই হারিয়ে যান গভীর নীরব জগতে। ইন্টারনেট ব্রাউজিংয়েও ছবিই আধিপত্য বিস্তার করে সব জায়গায়। একটি ভালো ছবি মনে উন্মেষ ঘটায় হাজারো সুন্দর স্মৃতি ও কল্পনার।

মনোবিজ্ঞানীদের মতে, একটি ছবি দেখার পর একজন মানুষের মনে চারটি উদ্দীপক কাজ করে- আশা, আবেগ, অনুপ্রেরণা ও সংস্কৃতি। যা মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলে।  


আবার একটি ছবিই ব্যক্তিভেদে বিভিন্ন অর্থ বহন করতে পারে। যেমন ধরা যাক, একটি ছোট ছেলে তার কুকুর নিয়ে খেলা করছে। এমন একটি ছবি দেখে এক একজনের এক এক রকম অনুভূতি হতে পারে।


কারও যদি কুকুর হারিয়ে গিয়ে থাকে, তার হারানো কুকুরের কথা মনে করে মন খারাপ হতে পারে। আবার কারও যদি ছেলেবেলায় কুকুর নিয়ে খারাপ অভিজ্ঞতা থাকে তাহলে তার সেই কথাও পড়তে পারে মনে।


একটি ছবি শুধু সাময়িক স্ন্যাপশটই নয়, তাতে আবেগীয় মাত্রাও জড়িত থাকে ব্যাপকহারে।


প্রাকৃতিক কোনো ছবি যেমন ফুল, পাহাড়, সূর্যাস্ত এসব দেখলে মনে বিরাজ করে প্রশান্তি। এসব ছবি মানুষকে অনুপ্রেরণা ও আশা যোগায়।


কিছু ছবি দেখে ভালো ও খারাপ দুটো অনুভূতিই হতে পারে।


এ ধরনের ছবি দেখে মানুষ ছবির মধ্যকার যাবতীয় বিষয় যোজন-বিয়োজনের মাধ্যমে সাজায়।


আগেই বলা হয়েছে ছবি এক প্রকার উদ্দীপক, যা দেখার পর আপনার অভ্যন্তরীণ ভয় ও ইচ্ছাসহ আবেগের বাস্তব উপস্থাপনা ঘটে।


কোনো শক্তিশালী যুদ্ধ বা মানবিকতার কোনো ছবি দেখার পর যেকোনো মানুষের কাছেই তা বাস্তবিক দৃশ্যপট হয়ে দাঁড়ায়। তখন মানুষ সেটাকে ব্যক্তিগত পর্যায়ে ভাবতে শুরু করে অর্থাৎ, সেসময় তার উপস্থিতি থাকলে কি হতো বা মানবিকতার ক্ষেত্রে উচিত অনুচিত সব বিষয়ই তার মনোজগতে প্রবেশ করে।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।