ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফিচার

হাঙরও বোঝে ভালোবাসার কদর!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, জুন ৭, ২০১৫
হাঙরও বোঝে ভালোবাসার কদর!

ঢাকা: নাগালের কাছে মানুষ পেয়ে হাঙর আক্রমণ করতে তেড়ে না এসে, আদ‍ুরে পোষা প্রাণীর মতো কোলে চড়ে আদর নেবে তা ভাবা অবান্তর। কিন্তু ভালোবাসার জোরে যে সবই সম্ভব, সেটাই আবার প্রমাণ হলো।



সম্প্রতি এমনটাই ঘটেছে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিউ ক্যালেডোনিয়ার ‘অ্যাকুয়ারিয়াম দেস লেগুনস’-এ।

অ্যাকুয়ারিয়ামটির ক্লিনার ট্যাঙ্কে ন‍ামার পর অন্য মাছেরা ভাবলেশহীন থাকলেও, লিউপার্ড হাঙরটির চোখ এড়ায়নি। ধীরে ধীরে ক্লিনারের দিকে এগিয়ে যায় সে।

হাঙরটি হয়তো নিজেই বুঝেছিল, পরিষ্কার হওয়ার সময় হয়েছে। ক্লিনারও বহু যত্নে তাকে জড়িয়ে ধরে শরীর আর মাথা ঘষতে লাগলেন। আর হাঙরটি?

সেও আদর পেয়ে লেজ নাড়তে লাগলো। অতঃপর স্নান শেষে হাঙরটি চলে গেল নিজের মতো আর ক্লিনারও ছুটলেন নিজের কাজে।

মানুষ ও হাঙরের সৌহার্দ্যপূর্ণ এ ভিডিওচিত্রটি সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হলে বেশ সাড়া ফেলে।
 
ছোটমাছ ও চিংড়িভোজী লিউপার্ড প্রজাতির হাঙরের ছোট দাঁত ও অপ্রশস্ত মুখের কারণে মানুষের জন্য ততটা হুমকিস্বরূপ নয়। এদের বিচরণ সাধারণত উত্তর আমেরিকার প্রশান্ত উপকূলে।

তথ্যসূত্র: ইন্টারনেট



বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।