ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফিচার

বৃষ্টি এড়াতে ব্যাঙের ছাতা!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
বৃষ্টি এড়াতে ব্যাঙের ছাতা!

ঢাকা: কথায় বলে, ব্যাঙের আবার সর্দি কী? কিন্তু ছবির এই ব্যাঙ দু’টিকে দেখে তো মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে সর্দি লাগার ভয়েই তারা ঠাঁই নিয়েছে জারবেরা ফুলের নিচে! ফুলটিকে বানিয়ে নিয়েছে ছাতা!

ইন্দোনেশিয়ার জাকার্তার নিজ বাড়ির বাগান থেকে ব্যাঙের এই ছবিগুলো স্লো-শাটারে তুলেছেন আলোকচিত্রী আজার সেটিয়াদি।


ব্যাঙের সঙ্গে বৃষ্টির একটা যোগাযোগ থাকলেও সব ব্যাঙ কিন্তু বৃষ্টি পছন্দ করে না।




নাদুস-নুদুস গেছো ব্যাঙ বৃষ্টিতে ভিজতে চায় না মোটেই। এই ব্যাঙ অস্ট্রেলিয়ান ট্রি ফ্রগ নামেও পরিচিত। বৃষ্টি এলেই তারা লুকিয়ে পড়ে বড় কোনো পাতা বা ফুলের আড়ালে।


৪৭ বছর বয়সী আজার জানান, ব্যাঙগুলো  খেল‍া করছিলো। কিন্তু যখনই তাদের গায়ে বৃষ্টির পানি পড়তে লাগলো, সঙ্গে সঙ্গেই লাফ দিয়ে ফুলের নিচে আশ্রয় নিলো তারা। এমনভাবে ফুলের ডাঁটা ধরে ছিলো যাতে তাদের শরীরে ছিটেফোঁটাও পানি এসে না পড়ে!
তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।