ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

বাংলাদেশের আইসিসির সদস্যপদ লাভ, প্রথম সিনেমা হল চালু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
বাংলাদেশের আইসিসির সদস্যপদ লাভ, প্রথম সিনেমা হল চালু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

২৬ জুন ২০১৫, শুক্রবার। ১২ আষাঢ়, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।  

.    ১৮৪৭ সালের ২৬ জুন লাইবেরিয়া স্বাধীনতা ঘোষণা করে।

.    ১৮৯৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্রে প্রথম সিনেমা হল চালু হয়। সিনেমা হলটির নাম ছিলো ভাইটাস্কোপ।

.    ১৯৪০ সালের জুনের ২৬ তারিখ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ও একবছর পর ঠিক একই দিনেই ফিনল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়।

.    ২৬ জুন, ১৯৪৫ জাতিসংঘ বিশ্ব নিরাপত্তা সনদে স্বাক্ষর করে বিশ্বের ৫০টি দেশ। ওই একই বছর ও একই দিনে ব্রিটেনে লেবার পার্টি জয়লাভের পর উইনস্টটন চার্চিল ক্ষমতা থেকে পদত্যাগ করেন।

.    ২০০০ সালের এ দিনে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ লাভ করে।

গ্রন্থনা: সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ২৬ জুন, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।