ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি, ক্লাইভ বাংলার গভর্নর

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি, ক্লাইভ বাংলার গভর্নর

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

২৮ জুন ২০১৫, রবিবার। ১৪ আষাঢ়, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।  

. ১৭৫৭ সালের এই দিনে মীরজাফর নবাব হন ও রর্বাট ক্লাইভ বাংলার গভর্নর নিযুক্ত হন।

. ১৮৩৮ সালের এই দিনে ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার অভিষেক।

. ১৯১৯ সালের এই দিনে জার্মান ও মিত্র জোটের ভার্সাই চুক্তি স্বাক্ষর ও প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি।

. ১৯৫৪ সালের এই দিনে ভারত ও চীনের মধ্যে পঞ্চশালা নীতি ঘোষিত হয়।

.১৯৬৭ সালের এই দিনে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখন করে।

. ১৯৭৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনীতে প্রথম নারী ক্যাডেট অন্তর্ভুক্ত করা হয়।

গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।