ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

আফ্রিকার বর্ণবাদী শাসনের অবসান, সাঁওতাল বিদ্রোহ শুরু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
আফ্রিকার বর্ণবাদী শাসনের অবসান, সাঁওতাল বিদ্রোহ শুরু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

৩০ জুন ২০১৫, মঙ্গলবার। ১৬ আষাঢ়, ১৪২২ বঙ্গাব্দ।   এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।

.১৭৫৭ সালের ৩০ জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ৩০ হাজার সেনাবাহিনী নিয়ে ইংরেজদের শাসিত কলকাতা দখল করেন।

. ১৮৫৫ সালের এই দিনে ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ শুরু হয়।

. ৩০ জুন, ১৮৯৪ কোরিয়া চীন থেকে স্বাধীন হয়। ওই একই বছর একই দিনে লন্ডন টাওয়ার ব্রিজ উদ্বোধন হয়।

. ১৯১৬ সালের এই দিনে জাপান ও রাশিয়ার শান্তিচুক্তি স্বাক্ষরিত।

. ১৯৯১ সালের ৩০ জুন  দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান ঘটে।

. ২০১১ সালের এই দিনে বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়।

গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।