ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

কলা থেকে শিল্পকলা!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
কলা থেকে শিল্পকলা!

ঢাকা: কলা থেকে শিল্পকলা! মানে বলতে চাচ্ছি আমরা যে কলা খাই তাকে যদি শিল্পকলায় রূপান্তর করা যায় তবে কেমন হয়!

সম্প্রতি ইকো আর্ট স্পেশালিস্ট ড্যান ক্রিটু তার নতুন প্রজেক্ট সম্পন্ন করেছেন।

ফুড স্কাল্পচার শিল্পী ড্যানের এই নতুন প্রজেক্টের বিষয়বস্তু কলা!

কলার ওপর ছুরি দিয়ে নকশা কেটে রং করা হয়েছে।

কলার শেপ অপরিবর্তিত রেখে অর্থাৎ, না কেটে স্বতন্ত্র ডিজাইন ফুটিয়ে তুলেছেন তিনি।

রোমানিয়াবাসী ড্যান পেশাদার আলোকচিত্রী। কিন্তু এ পর্যন্ত তিনি বিভিন্ন ফুড ডাই আর্ট প্রজেক্ট হাতে নিয়েছেন।

ড্যান ক্রিটু জানান, আমি নিজেকে চিত্রশিল্পী ভাবতে ভালোবাসি। শৈল্পিক প্রকাশভঙ্গিতে আমি সবসময় ভিন্ন মাধ্যম খোঁজার চেষ্টা করি।

সম্প্রতি ড্যান ক্রিটুর কলায় করা ডিজাইগুলোর ছবি প্রকাশ পেয়েছে একটি জনপ্রিয় ওয়েবসাইটে।

কলায় বাহারি রং করে ঘন পাতা, ত্রিভুজ, বহুভুজ ও নানা রকম ডিজাইনে কার্ভ করা হয়েছে।

এর আগে ড্যানের প্রোজেক্টগুলোতে ছিলো ফল, সবজি ও অন্যান্য ফুড আইটেমে তৈরি হার্ড ডিভাইস, খেলার সামগ্রী, পশু-পাখি ইত্যাদি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, জুন ৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।