ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

অপ্রীতিকর ঘটনায় মস্তিষ্কের ক্ষতি

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
অপ্রীতিকর ঘটনায় মস্তিষ্কের ক্ষতি

ঢাকা: মনস্তত্ত্ব নিয়ে প্রতিনিয়তই হচ্ছে নানান গবেষণা। আমাদের যাবতীয় ভাবনা-চিন্তা মনের ওপর তো বটেই, মস্তিষ্কের ওপরও ব্যাপক প্রভাব ফেলে।

সম্প্রতি মনস্তাত্ত্বিক বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, যখন মানুষ তার আসন্ন মৃত্যু নিয়ে ভাবে, তখন তার মস্তিষ্কে কী ঘটে।  

বিষয়টি পর্যালোচনা করতে বিজ্ঞানীরা মর্মান্তিক বাস্তব ঘটনার সম্মুখীন হয়েছেন এমন কিছু মানুষের ওপর গবেষণা করেন। গবেষণায় তারা ২০০১ সালে টরেন্টো থেকে লিসবন অভিমুখে যাত্রা করা প্লেন এয়ার ট্রানসিট ফ্লাইট-২৩৬ এর যাত্রীদের আহ্বান জানান। ওই বছর আগস্টের ২৩ তারিখ আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় প্লেনটির জ্বালানি ফুরিয়ে যায়। ফলে অ‍াটলান্টিক মহাসাগরের দ্বীপ আজোরসে অবতরণ করে।


গবেষকরা জানান, এমন একটি অপ্রীতিকর ঘটনা যেখানে যাত্রীদের মৃত্যু হতে হতেও হয়নি, তাদের স্মৃতিশক্তিকে আরও প্রখর এবং অনুভূতি ও চিন্তাধারাকে আরও জটিল করে দিতে পারে।

গবেষণাটি পরিচালনা করেছে ‘বেক্রেস্ট হেলথ সায়েন্স’ রটম্যান রিসার্চ ইনস্টিটিউট।

এ ঘটনার তিন বছর পর গবেষণার প্রথম ধাপে দুর্ঘটনা কতটুকু মনে রয়েছে তার পরিপ্রেক্ষিতে বিমানযাত্রীদের একটি পরীক্ষা নেন গবেষকরা। এ ঘটনার সঙ্গে তাদের আরও ৯ থেকে ১১টি স্ম‍ৃতি ও একটি নিরপেক্ষ ঘটনার কথা মনে করতে বলা হয়।  


এতে দেখা যায়, অন্য স্মৃতির তুলনায় যাত্রীরা প্রায় এক দশক পরেও এয়ার ট্রানজিট দুর্ঘটনার বিস্তর বিবরণ লক্ষণীয় মাত্রায় মনে করতে পেরেছেন।
প্রথম ধাপ শেষে আটজন যাত্রীকে দ্বিতীয় ধাপে নেওয়া হয়। এই ধাপে ছিল ভিডিও প্রদর্শনের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের স্ক্যানিং, ৯/১১ হামলা ও একটি নিরপেক্ষ ঘটনার ফুটেজ।  

আটজন প্লেনযাত্রীর এমআরআই (magnetic resonance imaging) করে দেখা যায়, ভিডিওচিত্র চলাকলীন সময়ে তারা এয়ার ট্রানসিট ফ্লাইট ২৩৬ এর অভিজ্ঞতার কথা মনে করেছেন।

তাদের এই স্মৃতি মস্তিষ্কের এমন একটি এলাকায় অতিরিক্ত প্রতিক্রিয়া করছিলো যা স্পর্শকাতর স্মৃতির সঙ্গে সম্পর্কযুক্ত। যখন কেউ কোনো কিছুর সঙ্গে আত্মজীবনী সংক্রান্ত কোনো ঘটনার তুলনা করে তখন তা মস্তিষ্কের অ্যামিগডালা, হিপ্পোক্যাম্পাস, মধ্যসম্মুখ ও এর পরের অংশের সঙ্গে সম্পর্কযুক্ত হয়।


গবেষণা থেকে বোঝা যায়, এই দুর্ঘটনা ব্যক্তিদের আগের তুলনায় আরও সংবেদনশীল ও নেতিবাচক করে তুলেছে।

গবেষণার অগ্রদূত ডক্টর ডানিয়েলা পালোম্বো জানান, তারা এ ঘটনাটিকে এমন পরিপূর্ণভাবে মনে করেছেন যাতে মনে হলো যেন ঠিক গতকালের ঘটনা এটা। অথচ এটি ঘটেছিল এখন থেকে আরও এক দশক আগে। উল্লেখযোগ্য বিষয়, আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সময়ের সঙ্গে সঙ্গে মস্তিষ্ক থেকে বিলিন হয়ে গেলেও এ দুর্ঘটনার কথা তারা বিন্দুমাত্রও ভোলেননি।  

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।