ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

বাস্তিল দুর্গের পতন, প্রথম মেশিনগান তৈরি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
বাস্তিল দুর্গের পতন, প্রথম মেশিনগান তৈরি

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

১৪ জুলাই ২০১৫, মঙ্গলবার। ৩০ আষাঢ়, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।

•    ১৭৮৯ – বাস্তিল দুর্গের পতন ও  ফরাসি বিপ্লবের শুরু।
•      ১৮৬১ – বিশ্বের প্রথম মেশিনগান তৈরি করা হয়। কান লিংক নামের একজন মার্কিন ব্যক্তি এটি তৈরি করেন।
•    ১৮৬৭– আলফ্রেড নোবেলের আবিষ্কৃত মিশ্র বিস্ফোরক ডিনামাইট পেটেন্ট অর্জন করে।
•    ১৯১৭ – ফিনল্যান্ডের স্বাধীনতা ঘোষণা। ফিনল্যান্ড  সুইডেন ও রাশিয়ার মধ্যে একটি সীমান্ত দেশ বলে পরিচিত ছিল। এরপর সুইডেন প্রায় সাতশ’ বছর
ফিনল্যান্ড শাসন করে ও ১৮০৯ সালে এটি রাশিয়ার কর্তৃত্বে চলে যায়। শেষমেষ রুশ বিপ্লবের পর ১৯১৭ সালে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায় ফিনল্যান্ড।
•    ১৯২৭ – হাওয়াইতে প্রথম বাণিজ্যিক প্লেন চালু হয়।
•    ১৯৩০ – বিবিসিতে প্রথম টেলিনাটক সম্প্রচার।
•    ১৯৪২ – কংগ্রেস ওয়ার্কিং কমিটি ব্রিটিশবিরোধী ঐতিহাসিক ‘ভারত ছাড়’ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে ও ওই একই বছর আগস্ট মাসে মাহাত্মা গান্ধী ভারত ছাড় আন্দোলন শুরু করেন।
•    ১৯৭৩– জাতীয় সংসদে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী বিল পাস।

গ্রন্থনা: সানজিদা সামরিন।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।