ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

ওয়াটার লু যুদ্ধের সমাপ্তি, অক্ষয়কুমার দত্তের জন্মদিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
ওয়াটার লু যুদ্ধের সমাপ্তি, অক্ষয়কুমার দত্তের জন্মদিন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

১৫ জুলাই ২০১৫, বুধবার। ৩১ আষাঢ়, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।
•    ১৫৮৮- বৃটেন ও স্পেনের মধ্যে নৌযুদ্ধ হয়।

•    ১৮১৫- ওয়াটার লু যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হন। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ও ব্রিটিশ সেনাপতি ডিউক অব ওয়েলিংটনের এ যুদ্ধ শুরু হয় ১৮১৫ সালের ১৮ জুন। ১৫ জুলাই নেপোলিয়নের আত্মসমর্পণের মধ্য দিয়ে ইউরোপে ফরাসিদের কতৃত্ব বিলিন হয়।

•    ১৮২০- সাংবাদিক, প্রবন্ধকার ও লেখক অক্ষয়কুমার দত্তের জন্মদিন। বিভিন্ন ভাষায় পারদর্শী এই লেখক পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নবদ্বীপের নিকটবর্তী চুপী গ্রামে জন্মগ্রহণ করেন।

•    ১৯১২ - ব্রিটেনে সামাজিক জীবনবিমা কার্যক্রম শুরু।


•    ১৯৩৯- ক্লারা অ্যাডামস নামে নারী বৈমানিক সর্বপ্রথম প্লেনে বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন। তিনি ওই বছর ২৮ জুন নিউইয়র্ক থেকে যাত্রা শুরু করেন ও ১৬ দিন ১৯ ঘণ্টার ভ্রমণ শেষে ১৫ জুলাই নিউইয়র্ক ফেরেন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।