ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

নিউ হরাইজনস টিমকে স্টিফেন হকিংয়ের অভিনন্দন

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
নিউ হরাইজনস টিমকে স্টিফেন হকিংয়ের অভিনন্দন

ঢাকা: মঙ্গলবার (১৪ জুন) নিউ হরাইজনস স্পেসক্রাফটি প্লুটো ও তার পাঁচটি চাঁদ ‌এরইমধ্যে পর্যবেক্ষণ করেছে। পর্যবেক্ষণের সময় প্লুটোর সঙ্গে নিউ হরাইজনসের দূরত্ব ছিলো মাত্র সাত হাজার ৭শ ৫০ মাইল বা সাড়ে ১২ হাজার কিলোমিটার।



তথ্য সংগ্রহের ১৩ ঘণ্টা পর মেরিল্যান্ডের মিশন আপারেশন সেন্টার সংকেত পাঠায় নিউ হরাইজনস। নিউ হরাইজনের সফল এ অভিযানে নাসাসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আনন্দের জোয়ার।

এরইমধ্যে নিউ হরাইজনসের এ সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংও।

স্টিফেন হকিংয়ের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে একটি ভিডিওচিত্র যেখানে তিনি বলেছেন, মহাকাশ গবেষণায় নিউ হরাইজনসের প্লুটো অভিযান বিরাট ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, নিউ হরাইজনসের এ গবেষণা বা তথ্য উদ্ঘাটন  সৌর জগতের গঠন সম্পর্কে বুঝতে বিজ্ঞানীদের আরও সহায়তা করবে।


আমরা অনুসন্ধান করি, কারণ আমরা মানুষ ও অ‍ামরা জানতে চাই। আমাদের অনুসন্ধানের এ যাত্রাপথে প্লুটো সাহায্য করবে বলে আমি আশাবাদী। আমি তো খুব কাছ থেকে দেখবো এবং আশা করছি আপনারাও দেখবেন। জানান হকিং।

বিজ্ঞানীদের বিশ্বাস, সৌর জগতের শুরু থেকেই প্লুটো সম্ভবত কেমিকেল ফিঙ্গারপ্রিন্ট দ্বারা সংরক্ষিত। তারা এটাও দেখেছেন, পৃথিবী ও পৃথিবীর চাঁদের বর্তমান গঠন, আকৃতির মতোই প্লুটো ও এর চাঁদগুলো একই পদ্ধতিতে গঠিত হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, নিউ হরাইজনস প্লুটোর এমন সব ডাট‍া সংগ্রহ করেছে যা ডাউনলোড করতে বিজ্ঞানীদের সময় লাগবে প্রায় ষোল মাসের মতো।
তথ্যসূত্র: ইন্টারনেট।



বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এএ

** প্লুটোর সবচেয়ে কাছ দিয়ে ঘুরে গেল নিউ হরাইজনস্‌

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।