ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

কুমিরকে নৌকা বানিয়ে রেকনের নদী পার!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
কুমিরকে নৌকা বানিয়ে রেকনের নদী পার! ছবি: সংগৃহীত

ঢাকা: মানুষ যেমন খাল কেটে কুমির আনতে চায় না, তেমনি কোনো প্রাণীই পড়তে চায় না কুমিরের মুখে। কিন্তু এই রেকনের হলো কী? জুটি বাঁধার জন্য আর কোনো প্রাণীই কি খুঁজে পেলো না সে?

দু’পায়ে ভর করে রেকন সাক্ষা‍ৎ মৃত্যুদেবতার পিঠে চড়েই পাড়ি দিচ্ছে নদী।

কে জানে হয়তো বা প্রাতঃভ্রমণেই বের হয়েছে সে।

ফ্লোরিডার জঙ্গল থেকে এই ছবিটি তুলেছেন আলোকচিত্রী রিচার্ড জোনস। ফ্লোরিডা টাইমস ইউনিয়নকে সম্প্রতি ছবিটি ইমেইলের মাধ্যমে পাঠিয়েছেন তিনি।

ইমেইলে রিচার্ড উল্লেখ করেন, ওকালা ন্যাশনাল ফরেস্টে প‍ারিবারিক ভ্রমণের সময়ই এই দৃশ্য চোখে পড়ে তার।


সেদিন সকালে মধ্য ফ্লোরিডার উত্তরে ওকলাওহা নদীর অববাহিকায় আমার ছেলে পামগাছের পাতার আড়াল থেকে দৃশ্যটি দেখে। জানান রিচার্ড।  

রিচার্ড নিজেও প্রথমে ঠাহর করে উঠতে পারেননি যা দেখছেন তা সত্যি কিনা! কুমির বাহনে চেপে রেকন যাচ্ছে!

রেকনটি কুমিরের পিঠ থেকে নামার ও কুমিরটি পানিতে ডুব দেওয়ার কিছু আগে রিচার্ড ছবিটি তুলেছেন।

কিন্তু এরপর কি হলো? তা রিচার্ড উল্লেখ করেননি।

তবে ছবি তোলার অনুভূতিতে রিচার্ডের ভাষ্য, এটি ছিলো খুবই চমৎকার! সারা জীবনে তোলা এমন ছবি একমাত্র এটাই।

ইতোমধ্যে ছবিটি বিভিন্ন সংবাদ-মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধম্যে ছড়িয়ে পড়েছে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।