ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

নিউ হরাইজনসের তোল‍া প্লুটোর প্রথম ছবি প্রকাশ

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
নিউ হরাইজনসের তোল‍া প্লুটোর প্রথম ছবি প্রকাশ ছবি : সংগৃহীত

ঢাকা: বামন গ্রহ প্লুটোতে ঐতিহাসিক অভিযানে নিউ হরাইজনসের তোল‍া প্রথম ছবিগুলো প্রকাশ করেছে নাসা।

নিউ হরাইজনস মিশনটির ভূ-তত্ত্ব, ভূপদার্থবিদ্যা ও ইমেজিং টিম লিডার জন স্পেনসার জানান, সফলভাবে পর্যবেক্ষণের সময় নিউ হরাইজনসের তোল‍া প্লুটোর হাই রেজ্যুলেশনের পুরো একগুচ্ছ ছবি পেয়েছি আমরা।

মিশনটির পরিচালনা কেন্দ্র মেরিল্যান্ডের লরেলের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অ্যাপলাইড ফিজিক্স ল্যাবরেটরিতে হওয়া সংবাদ সম্মেলনে স্পেনসার একথা বলেন।  

তিনি আরও জানান, আমরা এখন রহস্যময় ক্ষুদ্র এ বিশ্বের ছোট ছোট বর্ণনার ওপর বিস্তর বিশ্লেষণ করছি।

বুধবার (১৫ জুলাই) নাসা প্লুটোর বিষুবরেখার কাছাকাছি একটি জায়গার ক্লোজআপ ইমেজ প্রকাশ করেছে, যেখানে গ্রহটির বরফাচ্ছন্ন ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ফুট উ‍ঁচু পর্বতশ্রেণী দেখা গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।  

স্পেনসার জানান, এই পর্বগুলো নিঃসন্দেহে দেখার মতো!

এই শিলা পর্বতগুলো প্লুটোর ভূ-তত্ত্ব সম্পর্কে ধারণা দিতে পারবে বলে জানান নিউ হরাইজনসের প্রধান গবেষক অ্যালান স্টার্ন।

তিনি আরও বলেন, পাহাড়ের গঠন এ ধরনের হওয়ার কারণ নিশ্চয় এর সমতলে বরফ জল রয়েছে। সুতরাং, আমরা বলতে পারি প্লুটোতে প্রচুর পানিও রয়েছে।

ছবিটি প্লুটোর ভূ-পৃষ্ঠ থেকে চার লাখ ৭৮ হাজার মাইল দূর থেকে তোলা হয়েছে বলে জানা যায়।

এছাড়াও নাসা প্লুটোর সবচেয়ে বড় চাঁদ শ্যারনের ছবি প্রকাশ করেছে। যেখানে পরিষ্কারভাবে চাঁদে প্রায় ছয়শো মাইল জুড়ে সারিবদ্ধভাবে পড়ে থাকা খাঁড়া বাঁধ দেখা গেছে। এছাড়াও নিউ হরাইজনস প্লুটোর দূরতম চাঁদ হাইড্রার ওপরও আলোকপাত করেছে।

নিউ হরাইজনসের তোলা এ  ছবিগুলো পৃথিবীতে পৌঁছেছে বুধবার (১৫ জুলাই) সকালে।
 
তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।