ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফিচার

শেংশান দ্বীপের সবুজ বাড়ি, সংসার প্রকৃতির

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
শেংশান দ্বীপের সবুজ বাড়ি, সংসার প্রকৃতির

ঢাকা: সবুজে ঢাকা বাড়ি নাকি সবুজের বাড়ি! পাথরের দেয়াল, ছাদ, সিঁড়ি বেয়ে উঠে গেছে আঙুরলতা। জানালা আর দরজাও বাদ পড়েনি।

প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে বাড়িগুলো।

চীনের পরিত্যক্ত জেলেপাড়ার দালানের প্রাচীর বেয়ে বেড়ে ওঠা লতাগুলো এতটাই পরিপাটি যেন মনে হয় কেউ নিপুণ হাতে গেঁথে দিয়েছে তাদের।

দ্বীপের নাম শেংশান। পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের ৪০০টি দ্বীপের মধ্যে এটি একটি। এই ৪০০ দ্বীপকে একত্রে শেনসি  বলা হয়।

জায়গাটা এক সময় সমৃদ্ধশালী মৎস্য শিকার কেন্দ্র ছিলো। তবে এখন স্থানটি বলতে গেলে জনমানবশূন্য।

স্থানীয় জেলেরা জীবিকা ও অর্থনৈতিক কারণে চীনের মূল ভূখণ্ডে চলে গেছেন। তাদের পরিত্যক্ত বাড়িগুলো এখন প্রকৃতির সাম্রাজ্য।

দালানগুলো পরিত্যক্ত হওয়ার পর দীর্ঘসময় ধরে এসব লতানো গাছে ছেয়ে গেছে পুরো জায়গাটা।

সবুজ পাহাড়ের পাশে সবুজ বাড়িগুলো মিলেমিশে হয়ে গেছে একাকার।

নিঃসঙ্গ সবুজে ঢাকা জেলেপাড়ার এই ছবিগুলো তুলেছেন সাংহাই ভিত্তিক সৌখিন আলোকচিত্রী চিং জিয়ান। স‍ম্প্রতি শেংশান সফরে তিনি এই ছবিগুলো তুলেছেন।

শেংসান দ্বীপটি হাংজো উপসগরের পূর্বে অবস্থিত। সাংহাইয়ের কর্মব্যস্ত মহানগরের ঠিক উল্টো চিত্র এই দ্বীপটিতে প্রকৃতি সংসার পেতেছে মনের মতো করে।  
তথ্যসূত্র: ইন্টারনেট।


বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।