ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফিচার

ভীতু পুসিক্যাট! (ভিডিওসহ)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
ভীতু পুসিক্যাট! (ভিডিওসহ)

ঢাকা: তবে কি বিড়ালও ভূত দেখে? নিচের ভিডিওটি দেখলে ভাববেন এটাই সত্যি! তাই না হলে কি একটি শসা দেখে আকাশমুখো এত্ত বড় লাফ দেয়!

ঘটনাটি জাপানের। একটি পোষা বিড়াল শাক-সবজি দিয়ে ডিনার করছিলো নিবিষ্ট মনে।

খেতে খেতে হঠাৎ ঘুরে পিছনে শসার দিকে তাকিয়েই বিদ্যুৎ গতিতে দো-হাতি লাফ! সেই লাফ দেখেই ভয় পেয়ে যাবে যে কেউ।

প্রথমদিন এ ঘটনা দেখে পরে তাকে পরীক্ষা করার জন্য অন্য একদিনও বিড়ালটির পিছনে আরেকটি শসা রাখা হয়। একই ঘটনা সে ঘটিয়েছে ওইদিনও। এর একটি ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়লে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

এ বিষয়ে পশুর মনস্তত্ত্ব বিষয়ক গবেষক পিপপা হাটসন মেইলঅনলাইনকে বলেন, বিড়ালটির পালক যদি ভাবেন এটা অসাধারণ ছিলো, তাহলে আমি হতভম্ব হয়ে যাব।

তিনি বলেন, বিড়ালটি যখন খাবার খাচ্ছিলো তখন সে বেশ আয়েশে ছিলো। পরে যখন সে ঘুরে এমন কছু দেখছে যা আগে সে দেখেনি- কিছু না কিছু তখন ঘটছে।

এমনিটি ঘটলে প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র তখন শরীরের অবচেতন অবস্থার নিয়ন্ত্রক হয়ে যায়। তখন সে বুঝতে পারে শসা তার জন্য খুব ঝুঁকির নয়।

কিন্তু কেউ যদি তার পোষা প্রাণীর সঙ্গে এমনটি প্রতিনিয়ত করে তাহলে সে প্রচণ্ড চাপে থাকে। এবং তার শরীরের মারাক্তক ক্ষতি হতে পারে। এমনকি তার পালকের সঙ্গে সম্পর্ক চিরতরের জন্য ভেঙে যেতে পারে। জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।