ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফিচার

অসম্ভবকে সম্ভব করে যে শিশু!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
অসম্ভবকে সম্ভব করে যে শিশু! ছবি: সংগৃহীত

ঢাকা: তার বয়স মাত্র ১১ বছর। এই বয়সে অসম্ভবকে সম্ভব করেছে সার্বিয়ার এক শিশু।

তার নাম দুসান ক্রোটোলিকা। পরিণত বয়সের একজন অভিজ্ঞ চিত্রশিল্পীর মতো কলম-পেন্সিলের সূক্ষ্ম টানে যে ছবি এঁকেছে, তা দেখে বিস্ময়ে অভিভূত সবাই।

ক্রোটোলিকার বয়স যখন দুই বছর, তখন থেকেই সে ছবি এঁকে চলেছে। বড় বড় তুলির আঁচড় নয়, বরং পেন্সিল বা ড্রাফটিং পেন দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম আঁচড় দিয়ে নিখুঁত ছবি আঁকে সে। তার আঁকার উপজীব্য হলো- প্রাণী, উদ্ভিদ ও প্রকৃতি। প্রাণীদের মধ্যে প্রাগতৈহাসিক ডাইনোসর থেকে শুরু করে এ যুগের মাছ, পাখি, ঘোড়া, ছাগল, পোকামাকড় প্রভৃতি রয়েছে।

ক্রোটোলিকার বয়স যখন আট বছর, তখনই জাতীয় পর্যায়ে এককভাবে তার দুটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এই ১১ বছর বয়সী শিশুর অংকনে প্রথিতযশা শিল্পীরাও কোনো ত্রুটি বা ভুল খুঁজে পাননি। বরং তারা অবাকই হয়েছেন, কীভাবে মাত্র ১১ বছর বয়সী একজন শিশু নিখুঁতভাবে ছবি আঁকতে পারে! শুধু তাই-ই নয়, একই ক্যানভাসে অসংখ্য প্রাণীকে সূক্ষ্ম টানে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে সে।

পশুপাখি, পোকামাকড়, পতঙ্গসহ বিভিন্ন প্রাণীর ছবি আঁকা থেকে ক্রোটোলিকা মজা পেয়ে বলেছে, বড় হয়ে সে প্রাণিবিশেষজ্ঞ হবে।

এই শিশুর অভূতপূর্ব ছবি আঁকার কৌশল দেখে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মন্তব্য করেছে, এই শিশুর চিত্রের মধ্যে অসংখ্য পশুপাখি, প্রাণী, উদ্ভিদ থাকে, যা এই বয়সী একজন শিশুর পক্ষে আঁকা একেবারেই অসম্ভব। কিন্তু অসম্ভবকে সম্ভব করেছে সার্বিয়ার ১১ বছরের শিশু দুসান ক্রোটোলিকা।

এই শিশুর ল্যান্ডস্কেপ জুড়ে থাকে, সুন্দর সুন্দর প্রকৃতি। সেই প্রকৃতিতে থাকে মাছ, পাখি, পতঙ্গ, ডাইনোসর। এর সব কিছুই নিঁখুতভাবে ফুটে ওঠে।

ক্রোটোলিকা জানায়, এই পশুপাখি, উদ্ভিদ, প্রকৃতি নিয়ে ইতোমধ্যে আমি একটি বই প্রকাশ করেছি। এরপর এর সব কিছুই আমি আঁকবো।

আর বড় হয়ে প্রাণিবিদ্যা নিয়ে পড়াশুনা করার ইচ্ছে আমার।

ক্রোটোলিকার বিস্ময়কর প্রতিভা দেখে শুধু শিশুরাই নয়, বড়রাও প্রতিদিন অনুপ্রাণিত হচ্ছেন। আর শিশু শিল্পীর শুভ কামনা করছেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
এবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।