ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

ফিদেল কাস্ত্রোর ক্ষমতা হস্তান্তর, সুপারম্যান ডিন কেইনের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
ফিদেল কাস্ত্রোর ক্ষমতা হস্তান্তর, সুপারম্যান ডিন কেইনের জন্ম ছবি: সংগৃহীত

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

৩১ জুলাই ২০১৫, শুক্রবার । ১৬ শ্রাবণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্মদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৬৫৮ - সম্রাট আওরঙ্গজেব আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন ও সমাবর্তন উৎসব সম্পন্ন করেন।

•    ১৮০৭- লর্ড মিন্টো গভর্নর জেনারেল পদ গ্রহণ করেন।

•    ১৯৯১ - সোভিয়েত-মার্কিন দূরপাল্লার পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তি ‘স্টার্ট’ স্বাক্ষরিত হলে দু’দেশের মধ্যে বিরাজমান পাঁচ দশক ব্যাপী বিরোধের অবসানে কার্যকর পদক্ষেপ ঘটে।
•    ২০০৬- কিউবার নেতা ফিদেল কাস্ত্রো ছোটভাই রাউল কাস্ত্রোর কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।

জন্ম

•    ১৭১৮- ইংরেজ পদার্থবিদ জন ক্যান্টন।

•    ১৮৭৫- ফরাসি চিত্রকর জাক ভিয়ঁ।

•    ১৮৮০ - হিন্দি ভাষার লেখক মুন্সি প্রেমচাঁদ ।

•    ১৯৬৬ - মার্কিন টিভি অভিনেতা ডিন কেইন। তিনি সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন।

     
মৃত্যু

•    ১৮৭৫ - মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি এন্ড্রু জন‌সন।


তথ্যসূত্র: ইন্টারনেট।

গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
এএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।