ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

গ্রামোফোন উদ্ভাবন, কবি ও চিত্রশিল্পী ব্লেকের মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
গ্রামোফোন উদ্ভাবন, কবি ও চিত্রশিল্পী ব্লেকের মৃত্যু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

১২ আগস্ট ২০১৫, বুধবার। ২৮ শ্রাবণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্মদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য।

ঘটনা

•    ১৬৭৬ – নিউ ইংল্যান্ডে রেড ইন্ডিয়ানদের যুদ্ধের সমাপ্তি।

•    ১৭৬৫ –ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি হস্তান্তর হয়।

•    ১৮৭৭ – টমাস এডিসনের গ্রামোফোন উদ্ভাবন।

•    ১৯০১ – বিপিনচন্দ্র পাল সাপ্তাহিক ‘নিউ ইন্ডিয়া’ প্রকাশ করেন।

•    ১৯২৬ – ‘লাঙল’ পত্রিকার নাম পাল্টে ‘গণবাণী’ রাখা হয়।

•    ১৯৪৪ – জার্মান নাৎসি বাহিনীর সপ্তাহব্যাপী ধ্বংসযজ্ঞ বন্ধ হয়।

•    ১৯৪৯ – জেনেভায় যুদ্ধবন্দি ও যুদ্ধাহতদের সঙ্গে আচরণ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন অনুমোদন লাভ করে ৷

•    ১৯৫৩ – সোভিয়েত ইউনিয়নের পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু।
১৯৬০ – মহাশূন্যে প্রথম যোগাযোগ উপগ্রহ ইকো-১ উৎক্ষেপণ।


•    ১৯৭১ – মুক্তিবাহিনী আড়িখোলা ব্রিজ ধ্বংস করে।

•    ১৯৭৮ – জাপান ও চীনের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষর।

জন্ম

•    ১৮৭৭ – বহু ভাষাবিদ পণ্ডিত ও প্রথম ভারতীয় আইসিএস হরিনাথ দে।

•    ১৮৯৫ – বাঙালি অভিনেতা অহীন্দ্র চৌধুরী।

মৃত্যু

•    ১৮২৭ – ইংরেজ কবি ও শিল্পী উইলিয়াম ব্লেক।

•    ১৮৪৮ – স্টিম ইঞ্জিনের রূপকার ইংরেজ উদ্ভাবক জর্জ স্টিফেনসন।

•    ১৯৬০ – সঙ্গীতশিল্পী ও সাহিত্যিক ইন্দিরা দেবী চৌধুরানী।

•    ২০১০ – বাঙালি কবি ও সাহিত্যিক মতিউর রহমান মল্লিক।

তথ্যসূত্র: ইন্টারনেট।
গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।