ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

গ্যাবনের স্বাধীনতা, শামসুর রাহমানের মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
গ্যাবনের স্বাধীনতা, শামসুর রাহমানের মৃত্যু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

১৭ আগস্ট ২০১৫, সোমবার। ০২ ভাদ্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮৩৬- ব্রিটেনে জন্ম, মৃত্যু ও বিয়ে নিবন্ধন শুরু।
•    ১৯৪৫- হল্যান্ডের উপনিবেশের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার জনগণ আন্দোলন শুরু করে।
•    ১৯৪৭- ভারত স্বাধীন হওয়ার পর সেদেশে নিয়োজিত ব্রিটিশ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন ভারত ত্যাগ করে।
•    ১৯৬০- আফ্রিকার দেশ গ্যাবন স্বাধীন হয়।
•    ১৯৮৭- ব্রিটিশ কারাগারে আটক হিটলারের সহযোগী রুডলফ হেস আত্মহত্যা করেন।
•    ১৯৮৮-পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হক ও পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড রাফ বিমান দূর্ঘটনায় নিহত হন।
•    ২০০৫- বাংলাদেশের ৬৩টি জেলার তিনশোটি স্থানে প্রায় পাঁচশোটি হাতে তৈরি বোমা বিস্ফোরণ হয়।

জন্ম
•    ১৯৩২- বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী মুর্তাজা বশীর।
•    ১৯৪৩- মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক রবার্ট ডি নিরো।
•    ১৯৭২- বাংলাদেশের ক্রিকেটার হাবিবুল বাশার।

মৃত্যু
•    ১৯৮৪- চিন্ময় লাহিড়ী।
•    ২০০৬- শামসুর রাহমান।

তথ্যসূত্র: ইন্টারনেট।
গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এসএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।