ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফিচার

ঘোড়ার সঙ্গে ছাগল ছানার দুষ্টুমি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
ঘোড়ার সঙ্গে ছাগল ছানার দুষ্টুমি!

ঢাকা: দুষ্টুমি মানুষের জীবনের এক অপরিহার্য অনুষঙ্গ। এটি মনের আনন্দ বাড়িয়ে দেয়।

বাড়িয়ে দেয় জীবনের আয়ুও।

দুষ্টুমি কে না করে! মানুষ তো করেই; তবে জীবজন্তুরাও বাদ যায় না দুষ্টুমি থেকে।

তেমনি দু’টি প্রাণীর মধ্যে দুষ্টুমির একটি চিত্র তুলে ধরা হলো। ঘোড়ার সঙ্গে দুষ্টুমি করছে একটি ছাগল ছানা। ঘোড়াকে বোকা বানিয়ে বেশ মজা পাচ্ছে ছাগল ছানাটি।

দৃশ্যটি এ রকম-একটি ঘরের ভেতরে সাদা রঙের ঘোড়া। আর বাইরে ছোট একটি ছাগল ছানা। গায়ের রঙ সাদা আর খয়েরি।

ঘরের দরজার মাঝখানে ফাঁকা। ঘোড়াটি ছাগল ছানাটিকে দেখে ওই ফাঁকা দিয়ে গলা বের করে। আর ছাগল ছানাটি তার মুখ স্পর্শ করার ভঙ্গিতে দু’পায়ে ভর করে খাড়া হয়ে ঘোড়ার মুখে গুঁতা মারতে যায়। কিন্তু দু’পায়ে নিজের ভর না রাখতে পেরে পড়ে যায় ছাগল ছানা।

বার বার সে এভাবে করছিল। এতে সে বেশ মজা পাচ্ছিলো। ঘোড়াও বেশ মজা নিচ্ছিলো। আর সেই দৃশ্য দেখলে আপনাদেরও মজা লাগবে। আবার হাসিও পাবে। দুষ্টুমি, মজা আর বোকা বানানোর এই দৃশ্যটি বাংলানিউজের পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো-

মাত্র ৫৪ সেকেন্ডের এই ভিডিওটি না দেখলে বোঝাই যাবে না, ঘোড়া বনাম ছাগলের মধ্যে রসায়নটা এত মজার।



বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।