ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফিচার

সেপ্টেম্বরে পৃথিবী ধ্বংস হবে না!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
সেপ্টেম্বরে পৃথিবী ধ্বংস হবে না!

ঢাকা: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভয়ঙ্কর খবরকে নাকচ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাশূন্য গবেষণা সংস্থা- নাসা। তারা বলছে, পৃথিবী ধ্বংস হওয়ার মতো কোনো প্রস্তর খণ্ডই আগামী সেপ্টেম্বর মাসে পৃথিবীতে আছড়ে পড়বে না।



বিশ্বব্যাপী খবর ছড়িয়ে পড়েছে, আগামী ১৫-২৮ সেপ্টেম্বরের মধ্যে পুয়ের্তো রিকোতে মহাশূন্য থেকে অনেক প্রস্তর খণ্ড আছড়ে পড়বে। এ খবর ছড়িয়ে পড়ার পর পরই সাধারণ মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মহাশূন্য থেকে ছুটে আসা বিশাল বিশাল প্রস্তর খণ্ডের কারণে পৃথিবী থেকে ছয় কোটি বছর আগে প্রাগৈতিহাসিক প্রাণী ডায়নোসর বিলুপ্ত হয়ে গেছে। বলা হচ্ছে, সেই রকম প্রস্তর খণ্ডই পুয়ের্তো রিকো এসে পড়বে।

এতে করে আটলান্টিক মহাসাগরে ৩০০ ফুট উচ্চতার সুনামি হবে। এই সুনামির ঢেউয়ে ইংল্যান্ড, স্পেন, হল্যান্ড এবং আমেরিকার পূর্বাঞ্চলীয় দেশে গিয়েও আছড়ে পড়বে।

এই সুনামির কারণে তিন কোটি মানুষ মারা যাবে এবং সেই সঙ্গে এর পরবর্তী ঘটনায় আরো চার কোটি লোক মারা যাবে।

এদিকে, এ তথ্য জানার পর নাসা বুধবার এ ধরনের খবরকে উড়িয়ে দিয়েছে। তারা বলছে, এ ধরনের তথ্য ভিত্তিহীন।

এ বিষয়ে নাসার নেয়ার-আর্থ অবজেক্ট অফিসের ম্যানেজার পল কোডাস সংবাদমাধ্যমকে বলেছেন, এ তথ্যের বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। এ ছাড়া এর কোনো প্রমাণও নেই।

তিনি বলেন, সেপ্টেম্বরের ১৫ থেকে ২৮ তারিখের মধ্যে মহাশূন্য থেকে প্রস্তর খণ্ড পৃথিবীতে আছড়ে পড়ার কোনো ধরনের আশঙ্কা নেই। তা ছাড়া সুনামি সৃষ্টি হওয়ারও কোনো সম্ভাবনা নেই।

নেয়ার-আর্থ অবজেক্ট অফিস মূলত মহাশূন্য থেকে ছুটে আসা মারাত্মক প্রস্তর খণ্ডের প্রতি নজর রেখে চলে।

পল কোডাস বলেন, এই ধরনের বিশাল ধ্বংসাত্মক কোনো প্রস্তর খণ্ড যদি সেপ্টেম্বরে আঘাত হানতো, তাহলে তার ছুটে আসার নমুনা আমরা এখনই দেখতে পারতাম।

তিনি বলেন, আগামী ১০০ বছরের মধ্যে এই ধরনের প্রস্তর খণ্ড পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা শতকরা ০.০১ ভাগ মাত্র। সুতরাং আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনাই ঘটবে না।
 
রেফারেন্ড এফরেন নামে এক ধর্মযাচক জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে (অথবা ২৩ কিংবা ২৪ সেপ্টেম্বর) পুয়ের্তো রিকোতে মহাশূন্য থেকে বিশাল বিশাল প্রস্তর খণ্ড আছড়ে পড়বে। এতে সুনামিসহ সাত কোটি মানুষ মারা যাবে।

তবে এই ধর্মযাচক তার ফেসবুক ওয়ালে লেখেন, একমাত্র ঈশ্বরই জানেন, কখন এই প্রস্তর খণ্ড আমাদের ওপর আছড়ে পড়বে। একমাত্র বিশ্বপিতাই জানেন, তিনি এই ধরনের ঘটনা কখন ঘটাবেন। তবে সব সময় আমাদের এ জন্য প্রস্তুত থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।