ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

রেডিওতে প্রথম বিজ্ঞাপন প্রচার, মাইকেল জ্যাকসনের জন্মদিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
রেডিওতে প্রথম বিজ্ঞাপন প্রচার, মাইকেল জ্যাকসনের জন্মদিন ছবি: সংগৃহীত

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

২৯ আগস্ট ২০১৫, শনিবার। ১৪ ভাদ্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্মদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৬১২ - ভারতের সুরাটের যুদ্ধে ইংরেজদের কাছে পর্তুগিজদের পরাজয়।
•    ১৯২২ - প্রথম রেডিওতে বিজ্ঞাপন প্রচার।
•    ১৯৪৯ - সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথম আণবিক বোমা (আরডিএস-১) আবিষ্কার করে।
•    ১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে প্রস্তাব গৃহীত হয়।
•    ২০০৩ - ইরাকের অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ বাকের হাকিম নাজাফ শহরে হযরত আলী(আ:) এর মাজা প্রাঙ্গনে  জুমার নামাজ শেষে এক বোমা বিস্ফোরনে শহীদ হন। তার সাথে আরো ৮৩ জন মুসলমানও ঐ বোমা বিস্ফোরণে মর্মান্তিকভাবে নিহত হন।

জন্ম
•    ১৬৩২ - ব্রিটিশ দার্শনিক জন লক।
•    ১৯৫৮ - মার্কিন সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসন।


তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।