ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

প্রদর্শনীর জন্য আলোকচিত্র চেয়েছে ডি’ফটোক্যাফে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
প্রদর্শনীর জন্য আলোকচিত্র চেয়েছে ডি’ফটোক্যাফে

ঢাকা: আগামী ২৩ ও ২৪ অক্টোবর রাজধানীর দৃক গ্যালারিতে অনুষ্ঠিত হবে ডি’ফটোক্যাফের দুদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

যারা প্রদর্শনীতে অংশ নিতে চান, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের ছবি জমা দিতে বলা হয়েছে।

প্রতি ছবির এন্ট্রি ফি বাবদ ধরা হয়েছে ৯০০ টাকা। ছবির সাইজ  12L (12x18) 300 Regulation (Minimum)।  

এ টাকা বিকাশ কিংবা ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া যাবে। বিকাশ নম্বর হলো-  01814778850। আর ব্যাংকের এ অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যাবে- ডাচ-বাংলা ব্যাংক লি. (ডিবিবিএল), সাভার শাখা, অ্যাকাউন্ট- 137.101.7033। অ্যাকাউন্ট নাম- নুরুন্নবী শেখ।

রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদর্শনীতে যে সব ছবি প্রদর্শন করা হবে, তা আগে স্বনামখ্যাত ফটোগ্রাফার দিয়ে বাছাই করা হবে।

যে সব বিষয়ে আলোকচিত্র জমা দেওয়া যাবে, তা হচ্ছে- প্রকৃতি, পোর্টেট, স্ট্রিট, ল্যান্ডস্কেপ, পিপলস, স্টিল বা ডেইলি লাইফ, আর্কিটেকচার, সিটিস্পেস, ফাইন আর্টস, ইন্টেরিয়র, ম্যাক্রো, রুরাল, ট্রাভেল, আরবান, কন্টেম্পরারি ইস্যু, র‌্যান্ডম প্রভৃতি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরস্কারপ্রাপ্ত প্রথম সেরা ছবির ফটোগ্রাফারকে ২০,০০০ টাকা, দ্বিতীয় সেরা ছবির ফটোগ্রাফারকে ১০,০০০ টাকা এবং তৃতীয় সেরা ছবির ফটোগ্রাফারকে ৫,০০০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে।

ছবি জমা দিতে [email protected] এ মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

নিয়ামাবলি ও বিস্তারিত জানতে ০১৭ ১৫ ০০৮ ২৬৮, ০১৮ ১৭ ০৪৩ ৭৯২, ০১৭ ১৫ ৯৩৯ ৭২৬, ০১৬ ১৪ ৭৭৮ ৮৫০ ফোন নম্বরগুলোতে যোগাযোগ করা যেতে পারে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
বিজ্ঞপ্তি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।