ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

এই না হলে সেলফি-বাতিক!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এই না হলে সেলফি-বাতিক!

ঢাকা: প্রত্যেক মানুষেরই কোনো না কোনো বাতিক থাকে। তবে কারো কারো বাতিক কল্পনাকেও ছাড়িয়ে যায়।

যারা অতিশয় আত্মপ্রেমমুগ্ধ ইংরেজিতে তাদের বলা হয় ‘নার্সিসিস্ট’।

গ্রিক ট্রাজেডির নায়ক নার্সিসাসের আত্মপ্রেমের গল্পও কমবেশি সবারই জানা। জলের আয়নায় নিজের চেহারা দেখে নিজেরই প্রেমে পড়ে গিয়েছিলেন নার্সিসাস। প্রযুক্তির কল্যাণে এই নার্সিসিজমের উৎকট প্রকাশ ঘটছে সেলফি-নামের বাতিকে। মনোবিজ্ঞানীরা এদের নেতিবাচক অভিধায় ভূষিত করতে ছাড়েননি।

যাক, এবার ভানু প্রকাশ নামের ভারতীয় এক সেলফি-বাতিকগ্রস্তের কথা বলি। ২৪ বছর বয়সী এই যুবক একটি হাসপাতালের গবেষণা সহকারী। তিনি চাকুরি ছেড়ে দিয়েছেন সেলফিতে বিশ্ব রেকর্ড করার খায়েসে। তিনি চাইছেন দ্রুততম সময়ে সর্বোচ্চ সংখ্যক সেলফি তুলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস—এ নাম লেখাতে।

সংবাদ মাধ্যমকে ভানু প্রকাশ জানিয়েছেন, তিনি সেলফি তোলায় ডুয়াইন ‘দ্য রক’ জনসনের কৃতিত্বে অনুপ্রাণিত হয়েই চাকুরি ছেড়েছেন। ডুয়াইন  গত মে মাসে তিন মিনিটে ১০৫টি সেলফি তুলে হৈচৈ ফেলে দিয়েছিলেন।
 
অবশ্য এরই মধ্যে ডুয়াইনের কৃতিত্বকেও ছাপিয়ে গেছেন আরেকজন। তিনি হচ্ছেন অ্যামেরিকান ফুটবল খেলোয়াড় প্যাট্রিক পেটারসন। তিনি এক ঘণ্টায় ১ হাজার ৪শ ৪৯টি সেলফি তুলে বিশ্ব রেকর্ড করেছেন।   তবে প্যাট্রিকের দাবি, তার ব্যক্তিগত রেকর্ডটা (আনঅফিসিয়াল রেকর্ড) আরো বড়। তিনি নাকি  ঘণ্টায় ১হাজার ৭শ সেলফি তুলেছেন। সেটাকে ১ হাজার ৮শ তে উন্নীত করার ইচ্ছে তার।
 
‘সেলফি হচ্ছে মেয়েলি ব্যাপার’ –লোকের এহেন নেতিবাচক ধারণার সাথে একমত নন ভানু প্রকাশ। নিন্দুকের কথায় কান না দিয়ে প্রকাশ তাই নেমে পড়েছেন কঠোর নিবিড় অনুশীলনে। যাতে দীর্ঘক্ষণ মোবাইল ফোন ধরে রেখেও ক্লান্তি না আসে সেজন্য শুরু করে দিয়েছেন হাত ও কব্জির নিবিড় ব্যায়াম।

প্রকাশের এই বাতিক দেখে তার পরিবারের লোকজন প্রথমে একটু ভড়কে গেলেও এখন তারাও তার জন্য সমর্থনের হাত বাড়িয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বর বিশ্ব রেকর্ড গড়ায় প্রতিযোগিতায় নামবেন ভানু প্রকাশ। দেখা যাক, তিনি বিশ্ব রেকর্ড গড়তে পারেন কিনা।  

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।