ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

কচ্ছপকূলে ‘উসাইন বোল্ট’!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
কচ্ছপকূলে ‘উসাইন বোল্ট’!

‘গদাই লস্করি চাল’ বা আয়েসি চাল বলে একটা কথা চালু আছে বাংলায়। আর আছে মন্থরগতিকে বোঝাতে ‘শম্বুকগতি’ বা ‘কচ্ছপগতি’র ব্যবহার।

এবার মন্থরগতির অপবাদ দূর করে নিজের গোত্রের মুখ উজ্জ্বল করেছে এক কচ্ছপ। গতির লড়াইয়ে সে পেয়েছে জয়ের মুকুট। শুধু কি জয়! রীতিমতো গিনেস বুক অব রেকর্ডস—এ নিজের নাম উঠিয়ে চারদিকে হৈচৈ ফেলে দিয়েছে সে। দ্রুতগতিতে কচ্ছপকূলে সে এখন সর্বকালের সেরা।

 ওর নাম বার্টি। দক্ষিণ আফ্রিকার বাসিন্দা লেপার্ড গোত্রের এই কচ্ছপটিকে ব্রিটেন একটি পত্রিকা ‘speediest of his species on earth’ বলে আখ্যায়িত করেছে।

পত্রিকাটি ওর দৌড়ের ক্যারিশমার বর্ণনা দিতে গিয়ে বলেছে, ঘণ্টায় শূন্য দশমিক ৬ মাইল বেগে মাত্র (!) ৬ মিনিটে সে ১০৯ গজ (১০০ মিটার) দূরত্ব পেরিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ফিনিশিং লাইন পেরোবার সঙ্গে সঙ্গে সে ভেঙ্গে দিয়েছে এর আগে করা রেকর্ডটি। আগের রেকর্ডটি করেছিল ইংল্যান্ডের ইয়র্কশায়ারের শার্লি নামের একটি কচ্ছপ, ১৯৭৭ সালে।  

বার্টি সর্বকালের সেরা দ্রুতগতির রেকর্ডটা করেছে ইংল্যান্ডের ডারহ্যামের ব্রেসাইডের অ্যাডভেঞ্চার ভ্যালিতে এক দৌড় প্রতিযোগিতায়। আর হ্যাঁ, ওর যা গতি তা সাধারণ যে কোনো কচ্ছপের গতির দ্বিগুণ। এই অসাধারণ পারফর্মেন্সের সুবাদে ওর মালিক ওকে রেখেছে জামাই আদরে---রীতিমতো এক বিলাসবহুল ঘেরের মধ্যে। ওকে সঙ্গ দিচ্ছে ওর স্বজাতীয় গার্লফ্রেন্ড শেলি। দুজনে মিলে চুটিয়ে প্রেম করে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আর খাচ্ছে মনপসন্দ খাবার দাবার। ওর পছন্দের মেন্যুতে আছে রসালো টাটকা স্ট্রবেরি আর কচি ঘাস।

ওর মালিক মার্কো কালজিনি সানেন্দে জানালেন এই তথ্য। প্রিয় কচ্ছপের সাফল্যে বেচারা কালজিনি খুশিতে আটখানা:"To be in the book is a dream come true, a massive achievement!"

বার্টির এতোবড় সাফল্যের কথা শুনেও মুখ টিপে হাসছেন বুঝি? সেটা একদমই করবেন না যেন! আপনি মুখ টিপে হাসতে থাকুন তবে। যতো যা-ই বলুন, আমরা কিন্তু ওকে ‘‘কচ্ছপকূলে উসাইন বোল্ট’’খেতাব দিয়ে দিয়েছি।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।