ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

খাবারলোভী দুষ্টু র‌্যাকুন!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
খাবারলোভী দুষ্টু র‌্যাকুন!

ঢাকা: ‘নেপোয় মারে দই’। অন্যের প্রাপ্য কেউ অন্যায়ভাবে হাতিয়ে নিলে আমরা এই প্রবাদ আওড়াই।

শুধু কি মানুষ, ইতর প্রাণিদের মধ্যেও অন্যের প্রাপ্যে ভাগ বসানোর ঢের নজির আছে।

এবার যে ‘নেপো’র কথা বলবো সেটি এক র‌্যাকুন। নাম ওর রক্সি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক লোকের বাড়ির আঙিনায় সে থাকে। ওই বাড়ির মালিক প্রতিদিন তার পোষা বেড়ালের জন্য ঘরের বাইরে একটি পাত্রে খাবার রেখে যান। কিন্তু সে খাবার আর বেচারা বেড়ালের ভাগ্যে জোটে না। রক্সি এসে সে খাবার সাবাড় করে দেয়। কিন্তু এটা করেও তার আর খাই মেটে না। বেড়ালের খাবার চেটেপুটে শেষ করবার পর রক্সি যা করে সেটাই হলো অবাক করা ব্যাপার।  

 খাবার  শেষ হবার পর ও একটা পাথর কুড়িয়ে আনে। এরপর বাড়ির কাচের দরজায় একের পর এক আঘাত করতে থাকে। ওর এই অদ্ভুতুড়ে কাণ্ড গোপনে ভিডিও করে ছেড়ে দেওয়া হয়েছে ইউটিউবে।

ভিডিও আপলোডকারী বাড়ির মালিকের ভাষ্য, ও প্রতিদিনই বেড়ালের খাবার সাবাড় করার পর এই কাণ্ড চালিয়ে যেতে থাকে। যতক্ষণ শূন্য পাত্রে নতুন করে খাবার না দেওয়া হয, ততক্ষণ দরজায় পাথর ঠোকা থামে না ওর।

 অনুমান করতে পারেন, কতোক্ষণ ধরে চলে ওর এই আব্দার? ঘণ্টার পর ঘণ্টা। বাড়ির মালিকের মুখেই শুনুন তাহলে ‘...she will just knock on the door... FOR HOURS.... until I refill it! It is hysterical!’

তবে দুষ্টু র‌্যাকুনের এই মিষ্টি অত্যাচারে মোটেই বিরক্ত নন বাড়ির মালিক। তিনি বরং রক্সিকে ‘আদুরে প্রাণি’ বলতেই খুশি। তবে র‌্যাকুনটা কী করে খাবারের জন্য দরজায় পাথর ঠোকা শিখলো সেটাই বাড়ির মালিকের কাছে মহা বিস্ময়। তবে যেভাবে বা যেখান থেকেই সে এই কৌশল শিখে থাকুক, সেটা যে মোক্ষম এক কৌশল তা তিনি মানতে বাধ্য। ভিডিও লিংকে ক্লিক করে দেখুন তাহলে দুষ্টু র‌্যাকুন রক্সির মিষ্টি কাণ্ড!

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।