ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

মাল্টা-বেলিজের স্বাধীনতা লাভ, স্যার ওয়াল্টার স্কটের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
মাল্টা-বেলিজের স্বাধীনতা লাভ, স্যার ওয়াল্টার স্কটের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২১ সেপ্টেম্বর ২০১৫, সোমবার। ৬ আশ্বিন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৭৯২ - ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়।
•    ১৮৫৭ - দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
•    ১৯৬৪ - মাল্টা স্বাধীনতা লাভ করে।
•    ১৯৮১ - যুক্তরাজ্যের কাছ থেকে বেলিজ স্বাধীনতা লাভ করে।
•    ১৯৮৪ - ব্রুনাই জাতিসংঘে যোগ দেয়।
•    ১৯৯১ - তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে আর্মেনিয়া স্বাধীনতা লাভ করে।

জন্ম
•    ১৯০৯ - ঘানার জাতীয়তাবাদী নেতা কোয়ামে নক্রুমা।
•    ১৯৫৪ - জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
•    ১৯৫৭ - অস্ট্রেলিয়ার ২৬তম প্রধানমন্ত্রী কেভিন রাড।

মৃত্যু
•    ১৮৩২ - বিখ্যাত ইংরেজ কবি, ঔপনাসিক এবং ঐতিহাসিক স্যার ওয়াল্টার স্কট।

তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।