ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

প্রকৃতির খেয়াল!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
প্রকৃতির খেয়াল!

ঢাকা: প্রকৃতির খেয়াল বড়ই বিচিত্র। প্রকৃতির খেয়ালে অবাক করার মতো অনেক ঘটনাই ঘটে এই জগতে।

তেমনি এক ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে।

নিত্যদিন মেরি ডেভিডেক তাদের সবজি ক্ষেত পরিচর্যায় যান। শখের বাগান বলে কথা, তাই!

সেদিনও  (১৮ সেপ্টেম্বর, শুক্রবার) ফুরফুরে মন নিয়ে সবজি ক্ষেত দেখতে গেলেন। ঘুরেফিরে দেখছেন। হঠাৎ একটা টমেটোতে চোখ আটকে গেল তার। এ কী! এ কী দেখছেন তিনি! টমেটোর আকৃতি এ রকম হয় কখনো! বিস্ময়ে চোখ ছানাবড়া।

মেরি ডেভিডেক দেখলেন, এ তো শুধুমাত্র টমেটো নয়; আকৃতিতে একেবারেই হাঁসের ছানা। তিনি টমেটোটা ছিঁড়ে বাসায় নিয়ে আসেন। দেখান তার হাজবেন্ডকে। তারপর এ কান থেকে ওকান ঘুরতে থাকে বিষয়টা। উৎসুকদের ভিড় জমে মজার টমেটোটা দেখতে।

শেষমেষ খবরটা পৌঁছে যায়, মিডিয়ার নিউজ ডেস্কেও। টিভি ক্যামেরা নিয়ে হাজির হন প্রতিবেদক। টমেটোটা দেখে তারাও অবাক। ঠিক যেন একটি হাঁসের ছানা।

এ খবর টেলিভিশনে প্রচারিত হয়, প্রকাশ পায় অনলাইন ও প্রিন্ট মিডিয়াতেও। সবাই অবাক হয়ে যান প্রকৃতির এই অদ্ভুত খেয়ালে।

তবে সবচেয়ে বড় কথা, মেরি দম্পতি চান, টমেটো যেন টমেটোর আকৃতিরই হয়। তারা চান না টমেটো যেন আর হাঁসের মতো না হয়! কারণ, তখন খেতে বাধা হয়ে দাঁড়াবে এ টমেটো!

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।