ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

স্কটিশ ভাষায় ‘বরফ’ শব্দের ৪২১ প্রতিশব্দ!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
স্কটিশ ভাষায় ‘বরফ’ শব্দের ৪২১ প্রতিশব্দ!

যে দেশে যে বস্তু প্রধান, সে বস্তুর প্রতিশব্দও থাকে অনেক। এটাই স্বাভাবিক।

মরুর দেশে-দেশে উটের নামে কতো যে প্রতিশব্দ তার ইয়ত্তা নেই। তেমনি বরফের দেশ উত্তর মেরুতেও বরফের কতো শত নাম ছড়ানো। এস্কিমো বা ইনুইটদের ভাষায় বরফের সমার্থক শব্দের অতি ছড়াছড়ির কারণটাও তাই স্পষ্ট। এতোকাল সবাই জানতো ‘বরফ’ শব্দটির সবচেয়ে বেশি প্রতিশব্দ আছে ইনুইট ভাষায়। না, সে-ধারণা ভুল বলে প্রমাণিত এখন।

গবেষকরা জানাচ্ছেন, ইনুইট নয়, স্কটিশ ভাষায়ই নাকি ‘বরফ’ শব্দটির সবচেয়ে বেশি প্রতিশব্দ খুঁজে পাওয়া গেছে---৪২১টি। এসবের মধ্যে নতুন কিছু সমার্থক শব্দও এবার যোগ হতে চলেছে স্কটিশ অভিধানে। এসবের মধ্যে  ‘flindrikin’, ‘snaw-pouther’, ‘sneesi’, ‘skelf’ ও ‘spitters’—এর মতো শব্দও আছে।

স্কটল্যান্ডের গ্ল্যাসগো বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে নতুন এই তথ্য। আদিকাল থেকে এ পর্যন্ত বরফের সমার্থক যতো শব্দ স্কটিশরা বংশ পরম্পরায় ব্যবহার করে এসেছে, তার সবই নতুন এক স্কটিশ অভিধানে ধারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও স্কটিশ ভাষার প্রভাষক ড. সুজান রেনি বলেন, ‘‘বহু শতাব্দী ধরে স্কটল্যান্ডের বাসিন্দাদের জীবনে আবহাওয়া সবচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। সমার্থক শব্দের সংখ্যা ও বৈচিত্র্য থেকেই বোঝা যায় আবহাওয়ার গতিপ্রকৃতি বোঝানোর জন্য আমাদের পূর্ব পুরুষদের কাছে এসব সমার্থক শব্দ কতোটা গুরুত্বপূর্ণ ছিল। কেননা এর সঙ্গে জড়িত ছিল তাদের প্রতিদিনকার যাপিত জীবনের বাস্তবতা। ’’

‘বরফ’ ছাড়াও ‘আবহাওয়া’, ‘খেলাধুলা’-র মতো শব্দের আরও কোনো প্রতিশব্দ কারো জানা থাকলে গবেষকদলের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন সুজান রেনি। এটা তারা করতে পারেন ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করার মধ্য দিয়ে। সেগুলো পরে তারা তাদের নিজস্ব ওয়েব সাইটে আপলোড করে উপযুক্ত স্বীকৃতি দেবেন। এরই মধ্যে এ ব্যাপারে বেশ সাড়াও মিলেছে।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।