ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফিচার

বহনযোগ্য বিলাসবহুল বাড়ি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
বহনযোগ্য বিলাসবহুল বাড়ি

ঢাকা: হঠাৎ দেখে মনে হতে পারে এটি কোনো বিশাল এয়ারকন্ডিশন বা বিদ্যুৎচালিত যন্ত্র। কিন্তু আদতে বস্তুটি একটি বাড়ি!

লফ্ট কিউব নামের এ লিভিং স্পেসটি একটি পোর্টেবল হাউজ।

অর্থাৎ, বাড়িটিকে এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যাওয়া সম্ভব। কখনও যদি আপনার মনে উদয় হয় পরিবেশ বদলানো দরকার, তাহলে ট্রাভেল ব্যাগ না গুছিয়ে গোটা বাড়িসহ রওয়ানা দিতে পারেন প্রিয় কোনো গন্তব্যে। আবার রাতের শহর দেখতে চাইলে বাড়ির ছাদে সংস্থাপন করতে পারেন লফ্ট হাউজ।

সাধ্যের মধ্যে অভিনব পোর্টেবল হাউজটির নকশা করেছেন স্থপতি ওয়ের্নার এইসলিঙ্গার।

লফ্ট কিউব নকশা করার আগে ওয়ের্নার বার্লিন শহরকে খুব ভালোভাবে দেখেছেন। সেখানে একটা জিনিস তার চোখে পড়ে। শহরের দালানগুলোর ছাদ পুরোটাই ফাঁকা। কোনো ব্যবহার নেই। তখন তিনি এমন একটি কমপ্যাক্ট স্পেস তৈরির কথা ভাবেন যা যেকোনো বাড়ির ছাদে সহজেই বসানো যাবে। এই ভাবনার অভিব্যক্তিই লফ্ট কিউব।

তাহলে বাড়ি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। সাশ্রয়ী, মসৃণ ও আধুনিক আবাসন লফ্ট কিউবের আয়তন চারশো ৩০ বর্গফুট। স্পেসটির ক্রয়মূল্য শুরু হয়েছে ৪০ হাজার মার্কিন ডলার থেকে। যা বাংলাদেশি টাকার হিসেবে পড়ে ৩১ লাখ ১৩ হাজার টাকা প্রায়।

কিউবটি তৈরি করতে সময় লাগবে পাঁচ দিনের মতো। আরেকটি মজার বিষয়, এই বাড়ির কোনো মূলভিত্তি নেই। চার পায়ার সাহায্যেই দিব্যি দাঁড়িয়ে থাকে সে। স্পেসটি শুধু আধুনিকই নয়, বড় অ্যপার্টমেন্টের মতো এখানেও পাওয়া যাবে একই সুযোগ-সুবিধা।

এবার বাড়ির অন্দরমহল থেকে ঘুরে আসা যাক। বাড়ির ভেতরে চারটি আলাদা ভাগ রয়েছে। বসার ঘর, রান্নাঘর, শোবারঘর ও স্নানঘর। আরাম আয়েশের কোনো কমতি নেই এখানে। এয়ারকন্ডিশন থেকে শুরু করে বিনোদনের যাবতীয় ব্যবস্থা রয়েছে এই কিউবে। শুধু মাস্টার প্যানেলে প্রেস করুন আর দিব্যি যাপন করুন বিলাসবহুল জীবন।

ওহ আরেকটা কথা, লফ্ট কিউব হচ্ছে টেকসই হাইটেক বাড়ি, যার স্থায়ীত্ব থাকবে আজীবন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।